ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

হাতে ভোট গণনার দাবি ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনের পরিবর্তে হাতে ভোট গণনার দাবি জানিয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে প্যানেলের প্রার্থীরা এই দাবি তুলে ধরেন। 

সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব জানান, ওএমআর মেশিনে ভোট গণনায় যান্ত্রিক ত্রুটি ও স্বচ্ছতার অভাবের আশঙ্কা রয়েছে। তাই নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে ব্যালট পেপার হাতে গণনার দাবি জানাচ্ছে তারা। এ সময় প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী বি এম আতিকুর রহমান তানজিলসহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। 

শিক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। তিনি আশ্বস্ত করেন যে, ওএমআর মেশিনে ভোট গণনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব।  

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে জকসু নির্বাচনের জন্য ৩৮টি এবং একমাত্র হল সংসদের (বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল) জন্য ১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় সংসদে ১৬ হাজার ৬৪৫ জন এবং হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। 

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তা স্থগিত করে। পরিবর্তিত সূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) এই নির্বাচন অনুষ্ঠিত হবে।  

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনের দিন ক্যাম্পাসে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে, তবে দাফতরিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক গোলাম রব্বানীকে অব্যাহতি, ভারপ্রাপ্ত ছিদ্দিকুর রহমান

হাতে ভোট গণনার দাবি ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের

আপডেট সময় : ০৩:১৯:০০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনের পরিবর্তে হাতে ভোট গণনার দাবি জানিয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে প্যানেলের প্রার্থীরা এই দাবি তুলে ধরেন। 

সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব জানান, ওএমআর মেশিনে ভোট গণনায় যান্ত্রিক ত্রুটি ও স্বচ্ছতার অভাবের আশঙ্কা রয়েছে। তাই নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে ব্যালট পেপার হাতে গণনার দাবি জানাচ্ছে তারা। এ সময় প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী বি এম আতিকুর রহমান তানজিলসহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। 

শিক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। তিনি আশ্বস্ত করেন যে, ওএমআর মেশিনে ভোট গণনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব।  

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে জকসু নির্বাচনের জন্য ৩৮টি এবং একমাত্র হল সংসদের (বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল) জন্য ১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় সংসদে ১৬ হাজার ৬৪৫ জন এবং হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। 

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তা স্থগিত করে। পরিবর্তিত সূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) এই নির্বাচন অনুষ্ঠিত হবে।  

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনের দিন ক্যাম্পাসে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে, তবে দাফতরিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।