ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ডিজিটাল নিরাপত্তা সুদৃঢ় করতে প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানি বিশেষজ্ঞদলের বৈঠক

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা ও ভবিষ্যৎ তথ্য অবকাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানভিত্তিক তথ্য-নিরাপত্তা প্রতিষ্ঠান সাইফার কোর লিমিটেডের একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকে জাপানের প্রখ্যাত তথ্য-নিরাপত্তা বিজ্ঞানী এবং এমআইটি-ভিত্তিক গবেষক প্রফেসর তাকাতোশি নাকামুরা নেতৃত্ব দেন। তিনি বিশ্বখ্যাত ‘কমপ্লিট সাইফার টেকনোলজির’ উদ্ভাবক। আলোচনায় বাংলাদেশের জাতীয় তথ্য-নিরাপত্তা কাঠামো শক্তিশালীকরণ, সরকারি ডিজিটাল ব্যবস্থার সুরক্ষা এবং কোয়ান্টাম-প্রতিরোধী প্রযুক্তির প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

ডিজিটাল নিরাপত্তার পাশাপাশি বৈঠকে কমিউনিটি পর্যায়ে ডিজিটাল ক্যাশ ব্যবস্থার সম্ভাবনা, মানবসম্পদ উন্নয়ন, বাংলাদেশ–জাপান দক্ষ জনশক্তি সহযোগিতা এবং চামড়া শিল্পে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষ একটি নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে যৌথ আগ্রহ প্রকাশ করেন। 

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী, জাপানের সাবেক অর্থ প্রতিমন্ত্রী মোতোইউকি ওদাচি, সাইফার কোর লিমিটেড-এর চেয়ারম্যান আপেল মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাহী ইসলাম। 

উল্লেখ্য, এই জাপানি প্রতিনিধিদলটি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও সাক্ষাৎ করেছে। সেখানে তারা দেশের ডিজিটাল ফাইন্যান্সিং ও আর্থিক খাতের তথ্য-নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক গোলাম রব্বানীকে অব্যাহতি, ভারপ্রাপ্ত ছিদ্দিকুর রহমান

ডিজিটাল নিরাপত্তা সুদৃঢ় করতে প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানি বিশেষজ্ঞদলের বৈঠক

আপডেট সময় : ১০:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা ও ভবিষ্যৎ তথ্য অবকাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানভিত্তিক তথ্য-নিরাপত্তা প্রতিষ্ঠান সাইফার কোর লিমিটেডের একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকে জাপানের প্রখ্যাত তথ্য-নিরাপত্তা বিজ্ঞানী এবং এমআইটি-ভিত্তিক গবেষক প্রফেসর তাকাতোশি নাকামুরা নেতৃত্ব দেন। তিনি বিশ্বখ্যাত ‘কমপ্লিট সাইফার টেকনোলজির’ উদ্ভাবক। আলোচনায় বাংলাদেশের জাতীয় তথ্য-নিরাপত্তা কাঠামো শক্তিশালীকরণ, সরকারি ডিজিটাল ব্যবস্থার সুরক্ষা এবং কোয়ান্টাম-প্রতিরোধী প্রযুক্তির প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

ডিজিটাল নিরাপত্তার পাশাপাশি বৈঠকে কমিউনিটি পর্যায়ে ডিজিটাল ক্যাশ ব্যবস্থার সম্ভাবনা, মানবসম্পদ উন্নয়ন, বাংলাদেশ–জাপান দক্ষ জনশক্তি সহযোগিতা এবং চামড়া শিল্পে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষ একটি নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে যৌথ আগ্রহ প্রকাশ করেন। 

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী, জাপানের সাবেক অর্থ প্রতিমন্ত্রী মোতোইউকি ওদাচি, সাইফার কোর লিমিটেড-এর চেয়ারম্যান আপেল মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাহী ইসলাম। 

উল্লেখ্য, এই জাপানি প্রতিনিধিদলটি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও সাক্ষাৎ করেছে। সেখানে তারা দেশের ডিজিটাল ফাইন্যান্সিং ও আর্থিক খাতের তথ্য-নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন।