মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিতব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এদিন বিশ্ববিদ্যালয়ের দাফতরিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু থাকবে।
রবিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আগামী ০৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস যথারীতি অফিস খোলা থাকবে।”
উল্লেখ্য, এর আগে গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে তা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নতুন তারিখ হিসেবে ৬ জানুয়ারি নির্ধারণ করে।
ইতিমধ্যে নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন তাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























