ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

জকসু নির্বাচন ৬ জানুয়ারি, প্রস্তুতি সম্পন্ন

মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে কমিশনের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানানো হয়েছে। 

নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রবিবার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট একাধিক সিন্ডিকেট সদস্য জানিয়েছেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনও বড় ধরনের বাস্তব বাধা নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে ডিএমপি প্রয়োজনীয় নিরাপত্তা দিতে বাধ্য। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন জানান, নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিএসসি বরাবর আবেদন করা হয়েছে। সিএসসি পরবর্তীতে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি কমিশনারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, “জকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে আমরা সম্পূর্ণ ইতিবাচক। এখন পর্যন্ত কোনো ধরনের চাপ বা প্রতিবন্ধকতা নেই। প্রশাসন ও নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি শেষ করেছে। আমরা সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীদের সহযোগিতা কামনা করছি।”  

উল্লেখ্য, এর আগে গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ওই নির্বাচন স্থগিত করে মঙ্গলবার (৬ জানুয়ারি) নতুন তারিখ নির্ধারণ করে। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক গোলাম রব্বানীকে অব্যাহতি, ভারপ্রাপ্ত ছিদ্দিকুর রহমান

জকসু নির্বাচন ৬ জানুয়ারি, প্রস্তুতি সম্পন্ন

আপডেট সময় : ০৫:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে কমিশনের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানানো হয়েছে। 

নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রবিবার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট একাধিক সিন্ডিকেট সদস্য জানিয়েছেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনও বড় ধরনের বাস্তব বাধা নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে ডিএমপি প্রয়োজনীয় নিরাপত্তা দিতে বাধ্য। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন জানান, নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিএসসি বরাবর আবেদন করা হয়েছে। সিএসসি পরবর্তীতে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি কমিশনারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, “জকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে আমরা সম্পূর্ণ ইতিবাচক। এখন পর্যন্ত কোনো ধরনের চাপ বা প্রতিবন্ধকতা নেই। প্রশাসন ও নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি শেষ করেছে। আমরা সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীদের সহযোগিতা কামনা করছি।”  

উল্লেখ্য, এর আগে গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ওই নির্বাচন স্থগিত করে মঙ্গলবার (৬ জানুয়ারি) নতুন তারিখ নির্ধারণ করে।