মালয়েশিয়ায় নিজের আসন্ন সিনেমার গান প্রকাশ অনুষ্ঠানের পর অভিনেতা থালাপতি বিজয় ভক্তদের প্রতি এক আবেগঘন বার্তা দিয়েছেন। রবিবার এই বিশেষ বার্তা দেন জনপ্রিয় এই অভিনেতা। বক্তব্যে তিনি মালয়েশিয়ার সঙ্গে তামিল চলচ্চিত্রের ঐতিহাসিক যোগসূত্র এবং ভক্তদের প্রতি তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজয় তাঁর বক্তব্যে বলেন, শ্রীলঙ্কার পরেই মালয়েশিয়াতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামিল জনগোষ্ঠীর বসবাস। এই মাটিতেই তাঁর ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় সিনেমা যেমন— ‘ভিলা’, ‘কাভালান’ এবং ‘কুরুবি’-র মতো একাধিক হিট সিনেমার শুটিং হয়েছে।
ভক্তদের প্রতি নিজের দায়বদ্ধতা প্রসঙ্গে থালাপতি বিজয় বলেন, “এতদিন আমার ভক্তরা আমার জন্য সিনেমা হলে এসে দাঁড়িয়েছেন। এবার আমার পালা তাঁদের পাশে দাঁড়ানোর।”
নিজের উত্থান নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে তাঁকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল। তবে ভক্তরাই সেই কঠিন সময়ে তাঁকে ‘বালুর ঘর’ (সমালোচনামূলক সময়) থেকে আজকের এই ‘প্রাসাদে’ (তারকা খ্যাতি) পৌঁছে দিয়েছেন।
বিজয় আরও প্রতিজ্ঞা করেন, এই ভালোবাসার ঋণ তিনি শোধ করতে চান। তিনি বলেন, “আগামী ৩০ থেকে ৩৩ বছর আমি মানুষের পাশে দাঁড়িয়ে ভক্তদের দেওয়া এই ভালোবাসার ঋণ শোধ করতে চাই।”
ইএইচ/
রিপোর্টারের নাম 

























