জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট : ফেজ-২’ চালু করা হবে। গতকাল শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিক সম্মেলনে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান।
তিনি বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের জন্য কোর কমিটি ‘অপারেশন ডেভিল হান্ট : ফেজ-২’ অবিলম্বে চালুর সিদ্ধান্ত নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে এবং এ জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস হিসেবে আখ্যায়িত করে বলেন, নির্বাচন বানচাল করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।
এছাড়া, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে এতদিন শুধু সামরিক ও বেসামরিক কর্মচারীদের অনুকূলে দেওয়া হলেও, এখন জাতীয় নির্বাচনের প্রার্থীদের মধ্যে যারা চাইবেন, তাদের জন্যও লাইসেন্স ইস্যু করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সরকারের প্রস্তুতি আছে এবং তিনি দেশে ফিরলে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান।
রিপোর্টারের নাম 

























