ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রতি বছর প্রায় চার কোটি টাকার ম্যানহোলের ঢাকনা চুরি হচ্ছে। এই চুরির কারণে ডিএসসিসিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, পাশাপাশি ঢাকনাবিহীন ম্যানহোলের কারণে রাজধানীজুড়ে ঘটছে নানা দুর্ঘটনা। এই সমস্যা সমাধানে ডিএসসিসি এবার লোহার তৈরি ঢাকনার পরিবর্তে ফাইবারের তৈরি ঢাকনা ব্যবহার শুরু করেছে। সংস্থাটির দাবি, বুয়েট টেস্টে এই নতুন ঢাকনা মানোত্তীর্ণ হয়েছে।
রাজধানীর বকশিবাজার সড়কসহ পুরো ঢাকাতেই রাতের বেলা লোহার ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনা চলছে। এলাকাবাসীর অভিযোগ, অল্প সময়ের মধ্যেই চুরি হয়ে যাচ্ছে এসব মূল্যবান লোহার ঢাকনা। এই পরিস্থিতিতে ডিএসসিসি বিকল্প হিসেবে ফাইবারের ঢাকনা বসানোর উদ্যোগ নিয়েছে। ৬৬ ও ৬৭ নম্বর ওয়ার্ডে ইতোমধ্যে এই ঢাকনা বসানো শুরু হয়েছে। ফাইবার ধাতু না হওয়ায় চোরেরা এটি চুরি করে বিক্রি করতে পারবে না।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফাইবারের ঢাকনাগুলো লোহার ঢাকনার মতোই ভারী চাপ সহ্য করতে সক্ষম। এছাড়া, এটি তৈরির খরচ লোহার ঢাকনার চেয়ে অনেক কম। ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভুঁইয়া মনে করেন, এই নতুন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সরকার বছরে তিন কোটি টাকার বেশি সাশ্রয় করতে পারবে এবং এটি একটি বড় ইতিবাচক পরিবর্তন আনবে।
ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মাহবুবুর রহমান তালুকদার আশা প্রকাশ করেন, যখন চোরেরা বুঝতে পারবে যে এটি প্লাস্টিকের তৈরি এবং বিক্রি করা যায় না, তখন চুরির প্রবণতা কমে যাবে। তিনি বলেন, বর্তমানে প্রতিদিনই কোথাও না কোথাও ঢাকনা চুরি হচ্ছে এবং এই পদক্ষেপের ফলে তা কমানো সম্ভব হবে।
ডিএসসিসি তিন ধরনের ফাইবারের ঢাকনা তৈরি করবে: ফুটপাতের জন্য ৫ থেকে ১০ টন, অলিগলির জন্য ১৫ থেকে ২০ টন এবং প্রধান সড়কের জন্য ২৫ থেকে ৩০ টন চাপ নিতে সক্ষম ঢাকনা।
রিপোর্টারের নাম 

























