রবিবার সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমন হাসান। অনুষ্ঠানে শফিকুর রহমান কিরন নিজেই ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনেই বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার জন্য প্রবাসীদেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুর রহমান বাবু। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক ও কিরন সমর্থক গোষ্ঠী মালয়েশিয়া শাখার প্রধান উপদেষ্টা মো. কাজী সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা কাজী জিয়াউল হক জিয়া এবং উপদেষ্টা শামসুল আলম হেলাল শিকদার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিয়েছিলেন সাইফুল ইসলাম দোয়েল। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহজালাল, আনোয়ার পারভেজ এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য পলাশ তালুকদারসহ আরও অনেকে।
রিপোর্টারের নাম 

























