ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

গুজব ও অপতথ্য রুখতে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান এম আবদুল্লাহর

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য গুজব ও অপতথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় সাংবাদিকদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ। তিনি বলেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পরাজিত শক্তি ও তাদের দোসররা নানা তৎপরতা চালাতে পারে, যা রুখে দিতে সংবাদকর্মীদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম আবদুল্লাহ আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, বর্তমানে মাল্টিমিডিয়া ও মোবাইল জার্নালিজম (মোজো) অত্যন্ত জনপ্রিয়। তবে লাইভ সম্প্রচারের ক্ষেত্রে সাংবাদিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। একটি ভুল তথ্য বা অসতর্ক সংবাদ পুরো দেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রধান শর্তই হলো তথ্যের সত্যতা যাচাই। তাই কোনো সংবাদ প্রকাশের আগে একাধিক উৎস থেকে তা নিশ্চিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, সংবাদের দ্রুততার চেয়ে সঠিকতা অনেক বেশি জরুরি। ভুল তথ্য পরিবেশন করে নির্বাচন প্রক্রিয়াকে কোনোভাবেই বিতর্কিত হতে দেওয়া যাবে না।

নির্বাচন-পরবর্তী সংকট এড়াতে জনমতের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় সঠিক তথ্যের প্রচার অপরিহার্য। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখার পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও সংবাদমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ।

কর্মশালা শেষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত অপর এক অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১৫ জন অসচ্ছল সাংবাদিকের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এম আবদুল্লাহ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নির্বাচনের প্রজ্ঞাপনে শাবিপ্রবি শাকসু নির্বাচন স্থগিতের শঙ্কা, শিক্ষার্থীদের ক্ষোভ

গুজব ও অপতথ্য রুখতে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান এম আবদুল্লাহর

আপডেট সময় : ০৫:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য গুজব ও অপতথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় সাংবাদিকদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ। তিনি বলেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পরাজিত শক্তি ও তাদের দোসররা নানা তৎপরতা চালাতে পারে, যা রুখে দিতে সংবাদকর্মীদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম আবদুল্লাহ আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, বর্তমানে মাল্টিমিডিয়া ও মোবাইল জার্নালিজম (মোজো) অত্যন্ত জনপ্রিয়। তবে লাইভ সম্প্রচারের ক্ষেত্রে সাংবাদিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। একটি ভুল তথ্য বা অসতর্ক সংবাদ পুরো দেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রধান শর্তই হলো তথ্যের সত্যতা যাচাই। তাই কোনো সংবাদ প্রকাশের আগে একাধিক উৎস থেকে তা নিশ্চিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, সংবাদের দ্রুততার চেয়ে সঠিকতা অনেক বেশি জরুরি। ভুল তথ্য পরিবেশন করে নির্বাচন প্রক্রিয়াকে কোনোভাবেই বিতর্কিত হতে দেওয়া যাবে না।

নির্বাচন-পরবর্তী সংকট এড়াতে জনমতের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় সঠিক তথ্যের প্রচার অপরিহার্য। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখার পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও সংবাদমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ।

কর্মশালা শেষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত অপর এক অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১৫ জন অসচ্ছল সাংবাদিকের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এম আবদুল্লাহ।