বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) স্থগিত হওয়া সহকারী সচিব ও সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি (মঙ্গলবার) এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিশন সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার এই এমসিকিউ (MCQ) পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট)।
পরীক্ষার্থীদের সুবিধার্থে ইতোমধ্যে সংশোধিত আসনবিন্যাস প্রকাশ করেছে ইউজিসি। গত ৮ জানুয়ারি কমিশনের নিজস্ব ওয়েবসাইটে এই আসনবিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য আপলোড করা হয়। সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে তাদের আসনবিন্যাস দেখে নিতে পারবেন।
উল্লেখ্য, অনিবার্য কারণে এর আগে এই নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বুয়েট কেন্দ্রে এই পরীক্ষা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইউজিসি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
রিপোর্টারের নাম 

























