ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

এবার গণভবনের সামনে পাইপে লিকেজ, কমছে না গ্যাসের ভোগান্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

তুরাগ নদের নিচে ফেটে যাওয়া পাইপের লিকেজ সারেনি, এরমধ্যে আবার নতুন দুঃসংবাদ, মিরপুর রোডে গণভবনের একটি পাইপের ভাল্ভ ফেটে লিকেজ দেখা দিয়েছে। মেরামতের জন্য বেশকিছু ভাল্ভের গ্যাস কমানো হয়েছে। এতে করে ঢাকার চলমান গ্যাসের ভোগান্তি আরও বাড়লো।

শনিবার (১০ জানুয়ারি) সকালে তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে ৪ ইঞ্চি ব্যাসের ভাল্ভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভাল্ভ বন্ধ করে চাপ সীমিত করায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলিসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে ভাল্ভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে।

এদিকে বুধবার (৭ জানুয়ারি) নোঙরের আঘাতে তুরাগ নদের নিচে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হলেও পাইপে পানি ঢুকে যায়। এ অবস্থায় গ্যাসে দাম কমিয়ে মেরামতের কাজ করা হচ্ছে। চার দিনেও কাজ শেষ হয়নি। এরমধ্যে গণভবনের ফাটলে নতুন করে চাপ কমানোয় গ্যাস সংকট আরও চরম আকার নিলো।

চার দিন ধরেই ঢাকার বেশিরভাগ এলাকায় চুলা জ্বলছে না। বিশেষ করে গাবতলী থেকে আসাদ গেট পর্যন্ত সংশ্লিষ্ট পুরো এলাকায় গ্যাসের জন্য হাহাকার। এছাড়া অন্য এলাকায় নিভু নিভু আগুন জ্বললেও তাতে রান্না করা যাচ্ছে না। ফলে রাজধানীবাসীর একটি অংশ ইলেকট্রিক চুলা, রাইস কুকার, ইলেকট্রিক কেটলিতে কাজ সারছেন। অনেকে বাইরে থেকে খাবার কিনেও খাচ্ছেন। এদিকে যারা পাইপলাইনের গ্যাস ব্যবহার করেন না, এলপিজি ব্যবহার করেন তারা এই মুহূর্তে সংকটে আছেন, গ্যাস পাওয়া যাচ্ছে না। পেলেও দ্বিগুণ দামে কিনে ব্যবহার করতে হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আনসারদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

এবার গণভবনের সামনে পাইপে লিকেজ, কমছে না গ্যাসের ভোগান্তি

আপডেট সময় : ১১:০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

তুরাগ নদের নিচে ফেটে যাওয়া পাইপের লিকেজ সারেনি, এরমধ্যে আবার নতুন দুঃসংবাদ, মিরপুর রোডে গণভবনের একটি পাইপের ভাল্ভ ফেটে লিকেজ দেখা দিয়েছে। মেরামতের জন্য বেশকিছু ভাল্ভের গ্যাস কমানো হয়েছে। এতে করে ঢাকার চলমান গ্যাসের ভোগান্তি আরও বাড়লো।

শনিবার (১০ জানুয়ারি) সকালে তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে ৪ ইঞ্চি ব্যাসের ভাল্ভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভাল্ভ বন্ধ করে চাপ সীমিত করায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলিসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে ভাল্ভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে।

এদিকে বুধবার (৭ জানুয়ারি) নোঙরের আঘাতে তুরাগ নদের নিচে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হলেও পাইপে পানি ঢুকে যায়। এ অবস্থায় গ্যাসে দাম কমিয়ে মেরামতের কাজ করা হচ্ছে। চার দিনেও কাজ শেষ হয়নি। এরমধ্যে গণভবনের ফাটলে নতুন করে চাপ কমানোয় গ্যাস সংকট আরও চরম আকার নিলো।

চার দিন ধরেই ঢাকার বেশিরভাগ এলাকায় চুলা জ্বলছে না। বিশেষ করে গাবতলী থেকে আসাদ গেট পর্যন্ত সংশ্লিষ্ট পুরো এলাকায় গ্যাসের জন্য হাহাকার। এছাড়া অন্য এলাকায় নিভু নিভু আগুন জ্বললেও তাতে রান্না করা যাচ্ছে না। ফলে রাজধানীবাসীর একটি অংশ ইলেকট্রিক চুলা, রাইস কুকার, ইলেকট্রিক কেটলিতে কাজ সারছেন। অনেকে বাইরে থেকে খাবার কিনেও খাচ্ছেন। এদিকে যারা পাইপলাইনের গ্যাস ব্যবহার করেন না, এলপিজি ব্যবহার করেন তারা এই মুহূর্তে সংকটে আছেন, গ্যাস পাওয়া যাচ্ছে না। পেলেও দ্বিগুণ দামে কিনে ব্যবহার করতে হচ্ছে।