ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

সরকারি বিধিমালার মধ্যেই গণতন্ত্রের পক্ষে থাকার অঙ্গীকার বরিশাল মেডিকেলের চিকিৎসক-নার্সদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্টাফরা অঙ্গীকার করেছেন যে, তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারি সব বিধিমালা মেনেই জাতীয়তাবাদ ও গণতন্ত্রের পক্ষে থাকবেন।

রবিবার (৯ নভেম্বর) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর শেবাচিম শাখার উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানেই তারা এই ঘোষণা দেন।

এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ এবং বরিশাল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী মো. মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, “নির্বাচন বানচাল করার চেষ্টা করা হলে দেশে আবারও বিপ্লব ঘটবে। গত ১৬ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, তারা এখন তাদের ভোটের অধিকার ফিরে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।” তিনি আরও বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতীক। যারা গণতন্ত্র এবং ভোটাধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ শক্তি দিয়েই তাদের প্রতিহত করা হবে।”

সভায় সভাপতিত্ব করেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শেবাচিম শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা বাংলাদেশ পেতাম না। আবার ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতীয় বিপ্লব না ঘটলে দেশ স্বৈরাচারমুক্ত হতো না। ঠিক তেমনই, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে। তাই, দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথির বক্তব্যে ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বরিশাল জেলা শাখার সভাপতি ডা. কবিরুজ্জামান বলেন, “শেবাচিমের চিকিৎসক, নার্স এবং স্টাফরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারি সব বিধিমালা মেনেই জাতীয়তাবাদ ও গণতন্ত্রের পক্ষে কাজ করে যাবেন।”

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ড্যাব শেবাচিম শাখার সাধারণ সম্পাদক ডা. আবদুল মুনয়েম সাদ, শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ, সাধারণ সম্পাদক ডা. শিহাবউদ্দিন শিহাব, মিড-লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফয়সাল আহমেদ, ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা, নার্স এবং শেবাচিম ছাত্রদলের নেতারা।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিএল মহারণ: আজ সিলেট-রংপুর, ঢাকা-রাজশাহী; টিভিতে কখন দেখবেন?

সরকারি বিধিমালার মধ্যেই গণতন্ত্রের পক্ষে থাকার অঙ্গীকার বরিশাল মেডিকেলের চিকিৎসক-নার্সদের

আপডেট সময় : ১১:৪১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্টাফরা অঙ্গীকার করেছেন যে, তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারি সব বিধিমালা মেনেই জাতীয়তাবাদ ও গণতন্ত্রের পক্ষে থাকবেন।

রবিবার (৯ নভেম্বর) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর শেবাচিম শাখার উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানেই তারা এই ঘোষণা দেন।

এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ এবং বরিশাল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী মো. মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, “নির্বাচন বানচাল করার চেষ্টা করা হলে দেশে আবারও বিপ্লব ঘটবে। গত ১৬ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, তারা এখন তাদের ভোটের অধিকার ফিরে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।” তিনি আরও বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতীক। যারা গণতন্ত্র এবং ভোটাধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ শক্তি দিয়েই তাদের প্রতিহত করা হবে।”

সভায় সভাপতিত্ব করেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শেবাচিম শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা বাংলাদেশ পেতাম না। আবার ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতীয় বিপ্লব না ঘটলে দেশ স্বৈরাচারমুক্ত হতো না। ঠিক তেমনই, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে। তাই, দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথির বক্তব্যে ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বরিশাল জেলা শাখার সভাপতি ডা. কবিরুজ্জামান বলেন, “শেবাচিমের চিকিৎসক, নার্স এবং স্টাফরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারি সব বিধিমালা মেনেই জাতীয়তাবাদ ও গণতন্ত্রের পক্ষে কাজ করে যাবেন।”

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ড্যাব শেবাচিম শাখার সাধারণ সম্পাদক ডা. আবদুল মুনয়েম সাদ, শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ, সাধারণ সম্পাদক ডা. শিহাবউদ্দিন শিহাব, মিড-লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফয়সাল আহমেদ, ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা, নার্স এবং শেবাচিম ছাত্রদলের নেতারা।