খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশের ৫৯তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে একটি সমাপনী কুচকাওয়াজের আয়োজন করা হয়।
এই ব্যাচের মোট ৫৪৬ জন প্রশিক্ষণার্থী সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (পিবিআই) মো. মোস্তফা কামাল।
অনুষ্ঠান শেষে তিনি কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে ট্রফি তুলে দেন। ৫৯তম টিআরসি ব্যাচের মধ্যে সব বিষয়ে সেরা—অর্থাৎ চৌকস, একাডেমি ও মাঠে শ্রেষ্ঠত্বের জন্য—ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নির্বাচিত হন শেখ আবু তুরাব। এছাড়া, মাসকেট্রি বা শ্যুটিংয়ে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন মো. শাকিল।
সদ্য প্রশিক্ষণ শেষ করা কনস্টেবলদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় অ্যাডিশনাল আইজি মোস্তফা কামাল বলেন, দেশের ভেতরের নিরাপত্তা, শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ পুলিশ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, পুলিশের কাজ শুধু আইনশৃঙ্খলা রক্ষা করাই নয়, বরং সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা, মাদক প্রতিরোধ, ট্রাফিক নিয়ন্ত্রণ, নারী ও শিশুর সুরক্ষা দেওয়া এবং সামাজিক সচেতনতা তৈরিতেও পুলিশের ভূমিকা অপরিহার্য। তিনি নতুন পুলিশ সদস্যদের প্রতি পুলিশের গৌরবময় ইতিহাস রক্ষা করার আহ্বান জানান এবং ধর্ম, বর্ণ, লিঙ্গ বা শ্রেণি নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষের কাছে ন্যায়বিচার পৌঁছে দেওয়া ও কর্মজীবনে আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা দেন।
এই কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান ভুঁইয়া, জাহানাবাদ সেনানিবাসের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন, খুলনা পুলিশ রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।
রিপোর্টারের নাম 

























