শেরপুরের নকলা উপজেলায় একজন কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কাজের অভিযোগ এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারের সিদ্ধান্তে অনুমোদন দেন। দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কৃষি অফিস এবং মামলার বিবরণ থেকে জানা গেছে, ঘটনাটি ঘটে বুধবার বেলা আড়াইটার দিকে। সে সময় রাহাত হাসান কাইয়ুম নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর অফিস কক্ষে যান। কাইয়ুমের সঙ্গে থাকা ছাত্রদলকর্মী ফজলু তখন কক্ষের বাইরে অপেক্ষা করছিলেন। কাইয়ুম কক্ষে ঢুকেই কৃষি কর্মকর্তার কাছে জানতে চান, কাদেরকে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে এবং এর মধ্যে ছাত্রদলের ভাগ কেন দেওয়া হয়নি। এ সময় কৃষি কর্মকর্তা বিষয়টি মোবাইল ফোনে উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি খোরশেদুর রহমানকে জানালে কাইয়ুম আরও রেগে যান। কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে কৃষি কর্মকর্তাকে চড় মারেন।
এরপর কাইয়ুম ও বাইরে থাকা ফজলু মিলে কৃষি কর্মকর্তা শাহরিয়ারকে টেনেহিঁচড়ে কক্ষের বাইরে নিয়ে এসে আবার মারধর করতে থাকেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে ওই কর্মকর্তাকে উদ্ধার করেন।
এই মারধরের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, কৃষি কর্মকর্তার কক্ষে ঢুকে তাকে মারধর ও হেনস্তা করার ঘটনায় দুইজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
রিপোর্টারের নাম 

























