ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বাকেরগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটি নদীতে হাত-পা বাঁধা ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১১টার দিকে দুধল ইউনিয়নের গোমা ফেরিঘাট সংলগ্ন নদীর পূর্ব পাড়ের পংখী মার্কেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চরামদ্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আলমগীর হোসেন জানিয়েছেন যে, নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। তার পরনে মেরুন রঙের হাফ প্যান্ট ও একটি টি-শার্ট ছিল।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিন থেকে চার দিন আগেই ওই যুবককে হত্যা করে মরদেহটি নদীতে ফেলে দেওয়া হয়েছে। সময় গড়ানোর কারণে মরদেহটি ফুলে উঠেছে।

ইতিমধ্যে সিআইডির একটি দল ঘটনাস্থলে এসে মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

বাকেরগঞ্জ চামটা নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহজাদা বলেন, স্থানীয় লোকজন হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, মরদেহের সার্বিক অবস্থা দেখে এটিকে একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।

এসআই শাহজাদা আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। লাশের পরিচয় এখনো না মিললেও, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিএল মহারণ: আজ সিলেট-রংপুর, ঢাকা-রাজশাহী; টিভিতে কখন দেখবেন?

বাকেরগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটি নদীতে হাত-পা বাঁধা ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১১টার দিকে দুধল ইউনিয়নের গোমা ফেরিঘাট সংলগ্ন নদীর পূর্ব পাড়ের পংখী মার্কেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চরামদ্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আলমগীর হোসেন জানিয়েছেন যে, নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। তার পরনে মেরুন রঙের হাফ প্যান্ট ও একটি টি-শার্ট ছিল।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিন থেকে চার দিন আগেই ওই যুবককে হত্যা করে মরদেহটি নদীতে ফেলে দেওয়া হয়েছে। সময় গড়ানোর কারণে মরদেহটি ফুলে উঠেছে।

ইতিমধ্যে সিআইডির একটি দল ঘটনাস্থলে এসে মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

বাকেরগঞ্জ চামটা নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহজাদা বলেন, স্থানীয় লোকজন হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, মরদেহের সার্বিক অবস্থা দেখে এটিকে একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।

এসআই শাহজাদা আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। লাশের পরিচয় এখনো না মিললেও, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।