শনিবার (১ নভেম্বর) রাতেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে, এদিন দুপুরে জেলা বার মিলনায়তনে সংগঠনটির সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
এই নির্বাচনে অ্যাডভোকেট আকরাম হোসেন সহ-সভাপতি, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন যুগ্ম সম্পাদক এবং অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক মাখন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে মোট ৩০৭ জন ভোটার থাকলেও, দুজন সদস্যের মৃত্যু হওয়ায় ৩০৫ জন ভোট দেওয়ার সুযোগ পান। মোট পাঁচটি পদের জন্য দুটি প্যানেল এবং দুজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মমরুজুল হাসান জুয়েল। তিনি জানান, ভোটারদের উপস্থিতিতে পুরো বার প্রাঙ্গণেই উৎসবমুখর পরিবেশ ছিল। নির্বাচনটি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা করা হয়।
নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর অ্যাডভোকেট নুরুল হক বলেন, তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে আরও বেশি ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যাবেন। পাশাপাশি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সংগঠনটিকে সক্রিয় রাখারও চেষ্টা করবেন বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 

























