ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, আহত এক নারী

নরসিংদীর রায়পুরা এলাকায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, শনিবার (সময়) দুপুরে উপজেলার প্রত্যন্ত চর সুবুদ্ধি এলাকায় এই দুঃখজনক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন: চরসুবুদ্ধি এলাকার বাসিন্দা মৃত আবু তাহেরের ছেলে হুরুন আলী ওরফে হোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। হামলায় হোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়েছেন।

নিহতদের পরিবারের সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্য উদ্ধৃত করে ওসি জানান, প্রায় দুই দশক আগে হোরা মিয়া ও শাকিলের বাবা আবু তাহের তার ভাই আব্দুল আউয়ালের কাছ থেকে ১,৭০০ টাকা ধার নিয়েছিলেন।

ওই ধারের টাকা পরিশোধ না হওয়ায় আউয়াল এবং তার দুই ছেলে রিপন মিয়া ও শিপন মিয়া আবু তাহেরের পৈত্রিক ভিটার কিছু অংশ দাবি করে আসছিলেন।

এই জমি নিয়ে গ্রামে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সালিশ-দরবার হলেও বিচারকরা মৃত আবু তাহেরের সন্তানদের পক্ষেই রায় দেন। তবে রিপন ও শিপনরা সেই সালিশের সিদ্ধান্ত মানতে অস্বীকার করে।

এই বিরোধের জের ধরেই শনিবার সকালে রিপন, শিপন ও তাদের লোকজন জোরপূর্বক জমি দখল করতে আসে। হোরা মিয়ারা এতে বাধা দিলে রিপনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এই হামলায় হোরা মিয়া, শাকিল মিয়া এবং মনিরা বেগম গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশানারা কবির নিশ্চিত করেন, “আমাদের হাসপাতালে আনার আগেই দু’জনের মৃত্যু হয়েছে। সামান্য আহত হওয়ায় একজনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।”

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “খবর পাওয়ার পর পরই আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তের পর পরবর্তীতে তথ্য জানানো হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বৈত নাগরিকত্ব জটিলতা: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর প্রার্থিতা আপিলেও বাতিল

নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, আহত এক নারী

আপডেট সময় : ০৪:৫০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

নরসিংদীর রায়পুরা এলাকায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, শনিবার (সময়) দুপুরে উপজেলার প্রত্যন্ত চর সুবুদ্ধি এলাকায় এই দুঃখজনক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন: চরসুবুদ্ধি এলাকার বাসিন্দা মৃত আবু তাহেরের ছেলে হুরুন আলী ওরফে হোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। হামলায় হোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়েছেন।

নিহতদের পরিবারের সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্য উদ্ধৃত করে ওসি জানান, প্রায় দুই দশক আগে হোরা মিয়া ও শাকিলের বাবা আবু তাহের তার ভাই আব্দুল আউয়ালের কাছ থেকে ১,৭০০ টাকা ধার নিয়েছিলেন।

ওই ধারের টাকা পরিশোধ না হওয়ায় আউয়াল এবং তার দুই ছেলে রিপন মিয়া ও শিপন মিয়া আবু তাহেরের পৈত্রিক ভিটার কিছু অংশ দাবি করে আসছিলেন।

এই জমি নিয়ে গ্রামে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সালিশ-দরবার হলেও বিচারকরা মৃত আবু তাহেরের সন্তানদের পক্ষেই রায় দেন। তবে রিপন ও শিপনরা সেই সালিশের সিদ্ধান্ত মানতে অস্বীকার করে।

এই বিরোধের জের ধরেই শনিবার সকালে রিপন, শিপন ও তাদের লোকজন জোরপূর্বক জমি দখল করতে আসে। হোরা মিয়ারা এতে বাধা দিলে রিপনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এই হামলায় হোরা মিয়া, শাকিল মিয়া এবং মনিরা বেগম গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশানারা কবির নিশ্চিত করেন, “আমাদের হাসপাতালে আনার আগেই দু’জনের মৃত্যু হয়েছে। সামান্য আহত হওয়ায় একজনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।”

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “খবর পাওয়ার পর পরই আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তের পর পরবর্তীতে তথ্য জানানো হবে।