রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি করার সময় কিশোর গ্যাং ‘কব্জি কাটা গ্রুপে’র প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় হাজী জয়নাল আবেদীন কাঁচা বাজারে চাঁদাবাজি করতে গেলে স্থানীয় জনতা তাকে ধরে ফেলে। পরে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা উদ্যান থেকে স্থানীয়দের সহায়তায় ‘কব্জি কাটা গ্রুপের’ প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকে গ্রেফতার করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন বিকালে দেলোয়ারসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র হাতে ঢাকা উদ্যান এলাকার হাজী জয়নাল আবেদীন বাজারে আসে। তারা সেখানে চাঁদা দাবি করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। ধাওয়ার মুখে অন্যরা পালিয়ে গেলেও দেলোয়ারকে ধরে ফেলে জনতা।
রিপোর্টারের নাম 
























