ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ভাইয়ের নিয়োগে প্রভাব খাটানোর কথা অস্বীকার করলেন প্রেস সচিব, বললেন ‘কাউকে ফোন করিনি’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমানে স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখা-১-এর যুগ্ম সচিব হিসেবে কর্মরত আছেন। নাসিকের এই প্রশাসকের দায়িত্বটি তিনি তার মূল দায়িত্বের অতিরিক্ত হিসেবে পালন করবেন।

ড. আব্দুল্লাহর এই নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে প্রেস সচিব শফিকুল আলম জোর দিয়ে বলেছেন যে, এই নিয়োগের ক্ষেত্রে তিনি কোনো ধরনের প্রভাব বিস্তার করেননি।

এ ব্যাপারে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার ভাইকে নিয়োগ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে কোনো লবিং করিনি। তার এই নিয়োগের বিষয়ে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিআরডি) উপদেষ্টা, যিনি নিয়োগের কর্তৃপক্ষ, এলজিআরডি সচিব অথবা সরকারের অন্য কোনো উপদেষ্টা বা সচিবকে একবারও ফোন করিনি।’

প্রেস সচিব আবারও দাবি করেন, ড. আব্দুল্লাহকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তিনি কোনো প্রভাব খাটাননি। তিনি বলেন, ‘আমার ভাই সরকারের একজন যুগ্ম সচিব এবং তিনি বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কর্মরত। তাকে তার মূল দায়িত্বের পাশাপাশি অস্থায়ীভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে আমি সরকারের ওপর কোনো প্রভাব খাটিয়েছি, এমন প্রশ্নই উঠতে পারে না।’

শফিকুল আলম আরও বলেন, ‘আমার ভাই জার্মানি থেকে মাস্টার্স, অস্ট্রেলিয়া থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন দক্ষ ও যোগ্য কর্মকর্তা, তাই তার জন্য আমাকে কোনো তদবির করতে হয় না। আমি স্বজনপ্রীতিতে বিশ্বাস করি না। গত ১৫ মাসে আমি সরকারি চাকরিতে কারও নিয়োগ বা পদোন্নতির জন্য প্রভাব বিস্তারের কোনো চেষ্টা করিনি।’

জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) থেকে গত ১ সেপ্টেম্বর একটি অফিস আদেশের মাধ্যমে তাকে এই নিয়োগ দেওয়া হয়।

তিনি সেপ্টেম্বরের শুরুতেই দায়িত্ব গ্রহণ করেন। ড. আব্দুল্লাহর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান। সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেছেন।

এই বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘তিনি গত ৩১ আগস্ট নাসিকের প্রশাসক হিসেবে যোগদান করেছেন। তবে তিনি যে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ভাই, তা আমার জানা ছিল না। পরে আমি বিভিন্ন মহল থেকে বিষয়টি জানতে পারি।’

এ ব্যাপারে কথা বলার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বৈত নাগরিকত্ব জটিলতা: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর প্রার্থিতা আপিলেও বাতিল

ভাইয়ের নিয়োগে প্রভাব খাটানোর কথা অস্বীকার করলেন প্রেস সচিব, বললেন ‘কাউকে ফোন করিনি’

আপডেট সময় : ১১:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমানে স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখা-১-এর যুগ্ম সচিব হিসেবে কর্মরত আছেন। নাসিকের এই প্রশাসকের দায়িত্বটি তিনি তার মূল দায়িত্বের অতিরিক্ত হিসেবে পালন করবেন।

ড. আব্দুল্লাহর এই নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে প্রেস সচিব শফিকুল আলম জোর দিয়ে বলেছেন যে, এই নিয়োগের ক্ষেত্রে তিনি কোনো ধরনের প্রভাব বিস্তার করেননি।

এ ব্যাপারে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার ভাইকে নিয়োগ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে কোনো লবিং করিনি। তার এই নিয়োগের বিষয়ে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিআরডি) উপদেষ্টা, যিনি নিয়োগের কর্তৃপক্ষ, এলজিআরডি সচিব অথবা সরকারের অন্য কোনো উপদেষ্টা বা সচিবকে একবারও ফোন করিনি।’

প্রেস সচিব আবারও দাবি করেন, ড. আব্দুল্লাহকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তিনি কোনো প্রভাব খাটাননি। তিনি বলেন, ‘আমার ভাই সরকারের একজন যুগ্ম সচিব এবং তিনি বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কর্মরত। তাকে তার মূল দায়িত্বের পাশাপাশি অস্থায়ীভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে আমি সরকারের ওপর কোনো প্রভাব খাটিয়েছি, এমন প্রশ্নই উঠতে পারে না।’

শফিকুল আলম আরও বলেন, ‘আমার ভাই জার্মানি থেকে মাস্টার্স, অস্ট্রেলিয়া থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন দক্ষ ও যোগ্য কর্মকর্তা, তাই তার জন্য আমাকে কোনো তদবির করতে হয় না। আমি স্বজনপ্রীতিতে বিশ্বাস করি না। গত ১৫ মাসে আমি সরকারি চাকরিতে কারও নিয়োগ বা পদোন্নতির জন্য প্রভাব বিস্তারের কোনো চেষ্টা করিনি।’

জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) থেকে গত ১ সেপ্টেম্বর একটি অফিস আদেশের মাধ্যমে তাকে এই নিয়োগ দেওয়া হয়।

তিনি সেপ্টেম্বরের শুরুতেই দায়িত্ব গ্রহণ করেন। ড. আব্দুল্লাহর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান। সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেছেন।

এই বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘তিনি গত ৩১ আগস্ট নাসিকের প্রশাসক হিসেবে যোগদান করেছেন। তবে তিনি যে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ভাই, তা আমার জানা ছিল না। পরে আমি বিভিন্ন মহল থেকে বিষয়টি জানতে পারি।’

এ ব্যাপারে কথা বলার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।