ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে আতঙ্ক সৃষ্টি, একজন গ্রেফতার

রাজধানীর উত্তরায় একটি মিছিলে অংশ নিয়ে ডামি (খেলনা) রাইফেল দেখানোর অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী (৪৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ থানা-পুলিশ তাকে গ্রেফতার করে।

শনিবার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, “শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে তুরাগ থানার খালপাড় পুলিশ বক্সের কাছে পাকা রাস্তায় কয়েকজন ব্যক্তি মিছিলে ডামি রাইফেল দেখিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালাচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে, স্থানীয়দের ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিছিলে অস্ত্র প্রদর্শনকারী মুজাহিদুল ইসলাম চৌধুরীকে পুলিশ শনাক্ত করে।”

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, “একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায় তুরাগ থানা-পুলিশ। সেখান থেকে একটি ডামি রাইফেলসহ মুজাহিদুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, মুজাহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বৈত নাগরিকত্ব জটিলতা: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর প্রার্থিতা আপিলেও বাতিল

ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে আতঙ্ক সৃষ্টি, একজন গ্রেফতার

আপডেট সময় : ০৩:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

রাজধানীর উত্তরায় একটি মিছিলে অংশ নিয়ে ডামি (খেলনা) রাইফেল দেখানোর অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী (৪৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ থানা-পুলিশ তাকে গ্রেফতার করে।

শনিবার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, “শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে তুরাগ থানার খালপাড় পুলিশ বক্সের কাছে পাকা রাস্তায় কয়েকজন ব্যক্তি মিছিলে ডামি রাইফেল দেখিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালাচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে, স্থানীয়দের ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিছিলে অস্ত্র প্রদর্শনকারী মুজাহিদুল ইসলাম চৌধুরীকে পুলিশ শনাক্ত করে।”

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, “একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায় তুরাগ থানা-পুলিশ। সেখান থেকে একটি ডামি রাইফেলসহ মুজাহিদুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, মুজাহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।