সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখতে বিশিষ্টজনদের প্রতি সতর্কতার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। তিনি জোর দিয়ে বলেছেন, কোনো সংবেদনশীল বিষয়ে বিবৃতি দেওয়ার আগে অবশ্যই তথ্য যাচাই-বাছাই করা উচিত, বিশেষত যখন তা সাম্প্রদায়িক ইস্যুর সঙ্গে জড়িত থাকে।
রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে ফয়েজ আহমদ জানান, নরসিংদীতে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করা হলেও, পুলিশ ও নিহতের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, এটি পারিবারিক কলহ ও ব্যবসায়িক পূর্ব শত্রুতার জের ধরে সংঘটিত হত্যাকাণ্ড।
ফয়েজ আহমদ উদ্বেগ প্রকাশ করে বলেন, এই মিথ্যা প্রচারণার ভিত্তিতে কয়েকজন বিশিষ্ট নাগরিক বিবৃতিও দিয়েছেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, অতীতে অনেক ক্ষেত্রেই এসব বিশিষ্টজন নিরপেক্ষ তদন্ত ও সরেজমিন পরিদর্শন করে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। তাই, ভবিষ্যতেও তাদের প্রতি আহ্বান, কোনো ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হলে, যাচাই-বাছাই ছাড়া যেন কোনো বিবৃতি না দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘মিথ্যা বা বানোয়াট তথ্যের ভিত্তিতে প্রভাবিত না হয়ে বিবৃতি দেওয়ার আগে একটু যাচাই-বাছাই করবেন, প্রয়োজনে সরেজমিনে ভিজিট করবেন। সেখানে কোনো সাম্প্রদায়িক ইস্যু আছে কি না সেটা দেখবেন।’ তিনি আরও যোগ করেন, মিথ্যা তথ্য ও বিশিষ্টজনদের যাচাইবিহীন বিবৃতি একত্রিত হলে তা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে বড় ভূমিকা রাখতে পারে। দেশের সামাজিক সম্প্রীতি রক্ষায় সবার দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তিনি।
রিপোর্টারের নাম 






















