পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে গত ৮ জানুয়ারি শুরু হয় ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১০ জানুয়ারি পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামলো তারুণ্যের চলচ্চিত্র তারুণ্যের উৎসব।
৩২ দেশের ৭৪টি চলচ্চিত্র নিয়ে আয়োজিত সমাপনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসব পরিচালক সুপিন বর্মন। উৎসব চেয়ারম্যান এম রহমান সাগরের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন জুরি সন্তোষ সুবেদী, চেয়ারম্যান নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল।
আরও ছিলেন, নির্মাতা মোহাম্মদ রকিবুল হাসান, খন্দকার সুমন, অন্তু আজাদ, সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলাম, নির্মাতা রাজিবুল হোসাইন ও জীবন শাহাদাৎ।
বগুড়ার প্রাচীন ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স প্রাঙ্গণ দেশ বিদেশের চলচ্চিত্রকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয় ওঠে। উৎসব পরিচালক সুপিন বর্মন জানান এইবারের উৎসবে সাতটি ক্যাটাগরিতে প্রদান করা হয় অনারেবল মেনশন অ্যাওয়ার্ড এবং ৬টি ক্যাটাগরিতে প্রদান করা হয় শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার। এবারের আয়োজনে আন্তর্জাতিক শর্ট বিভাগে পুরস্কার পায় রাশিয়ার চলচ্চিত্র ‘আইডেনটিটি’, অ্যানিমেটেড ফিল্ম বিভাগে পুরস্কার পায় স্পেনের ‘ইন হাফ’, ফিচার ফিল্ম বিভাগে পুরস্কার পায় বেলজিয়ামের ‘অন মেল্টিং স্নো’, ডকুমেন্টারি বিভাগে পুরস্কার পায় ভারতের ‘ন্যাচার ব্যান্ডেজ’ এবং ওপেন ডোর শর্ট ক্যাটাগরিতে পুরস্কার পায় স্পেনের চলচ্চিত্র ‘এ মাইলস উইদাউট হোম’। ন্যাশনাল বিভাগে পুরস্কার পায় ‘জোয়ার’।
প্রতিটি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র নির্বাচনের জন্য গঠিত হয়েছিলো ৭ দেশের ১১ জন অভিজ্ঞ জুরি নিয়ে জুরিবোর্ড। এবার উৎসবে ৬ দেশের মোট ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী উপস্থিত ছিলেন।
পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সভাপতি পৌষরাম সরকার ও উৎসব চেয়ারম্যান এম রহমান সাগর অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান একই সাথে বগুড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 






















