বাগেরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমান জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে এস এম মুশফিকুর রহমান বলেন, এর আগেও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। ওই নির্বাচনে জনগণের বিপুল সমর্থন পেলেও তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রভাব ও অনিয়মের মাধ্যমে বিজয় ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি এ ঘটনার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েছি।
তিনি জানান, গত ৫ আগস্টের পর তিনি আদালতে রিট পিটিশন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত তার পক্ষে রায় প্রদান করেন এবং স্বল্প সময়ের মধ্যে তাকে শপথ করানোর জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। তবে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে পড়ায় নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে সেই নির্দেশনা বাস্তবায়ন করতে পারেনি।
সংবাদ সম্মেলনে তিনি জানান, পরে নির্বাচন কমিশন তাকে আশ্বাস দেয় যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তাকে শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে। এই বাস্তবতা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তিনি বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এস এম মুশফিকুর রহমান বলেন, আমি সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারকে প্রাধান্য দিয়েছি। আমার এই সিদ্ধান্ত কোনও হতাশা থেকে নয় বরং দেশের সামগ্রিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করেই নেওয়া।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও এস এম মুশফিকুর রহমানের সমর্থকরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























