ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আবেদনের শুনানি চলতি সপ্তাহে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে করা প্রসিকিউশনের আবেদন দুই-এক দিনের মধ্যে শুনানির জন্য চেম্বার জজ আদালতে উপস্থাপন করা হবে।

রোববার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

বিজ্ঞাপন

এর আগে গত ১৫ ডিসেম্বর একই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করে।

প্রসিকিউশন সূত্র জানায়, গত ২৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রীর সাজা বাড়ানোর বিষয়ে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেদিন প্রসিকিউটর তামীম বলেন, গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায় ঘোষণা করে। রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর তা পর্যালোচনা করা হয়। রায়ে একটি অভিযোগে দুজনকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে আপিল করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রায় ঘোষণার ৩০ দিনের মধ্যেই এই আপিল দায়ের করে প্রসিকিউশন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের ওয়ানডে জয়ে বাংলাদেশের সৈকত, আইসিসি চুক্তিতে নেই বিসিবির বাধা

হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আবেদনের শুনানি চলতি সপ্তাহে

আপডেট সময় : ০৭:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে করা প্রসিকিউশনের আবেদন দুই-এক দিনের মধ্যে শুনানির জন্য চেম্বার জজ আদালতে উপস্থাপন করা হবে।

রোববার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

বিজ্ঞাপন

এর আগে গত ১৫ ডিসেম্বর একই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করে।

প্রসিকিউশন সূত্র জানায়, গত ২৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রীর সাজা বাড়ানোর বিষয়ে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেদিন প্রসিকিউটর তামীম বলেন, গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায় ঘোষণা করে। রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর তা পর্যালোচনা করা হয়। রায়ে একটি অভিযোগে দুজনকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে আপিল করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রায় ঘোষণার ৩০ দিনের মধ্যেই এই আপিল দায়ের করে প্রসিকিউশন।