ফরিদপুর: শহরের প্রাণকেন্দ্রে উদ্ধার হওয়া একটি শক্তিশালী বোমা অবশেষে নিষ্ক্রিয় করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। শনিবার সকালে আলীমুজ্জামান ব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে উদ্ধার হওয়া এই বোমাটি রবিবার সকালে সফলভাবে নিষ্ক্রিয় করে ঢাকা থেকে আসা অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) একটি বিশেষ দল। প্রায় ২৪ ঘণ্টার উদ্বেগ ও উৎকণ্ঠার পর এই কার্যক্রম সম্পন্ন হলো।
এটিইউ-এর সদস্য ও পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ জানিয়েছেন, উদ্ধার হওয়া বস্তুটি ছিল রিমোট নিয়ন্ত্রিত একটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। এটি জনবহুল এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম ছিল।
রবিবার সকাল ১০টার দিকে শহরের গোয়ালচামট বিসর্জন ঘাটে কুমার নদের পাড়ে প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনী তৈরি করে বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে, শনিবার সকালে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র আলীমুজ্জামান ব্রিজের দক্ষিণ অংশে একটি ব্যাগের মধ্যে রাখা অবস্থায় বোমাটি উদ্ধার করে যৌথ বাহিনী। উদ্ধারের পর বোমাটি দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর থেকেই এটি নিষ্ক্রিয় করার জন্য এটিইউ-এর বিশেষজ্ঞ দলের জন্য অপেক্ষা করা হচ্ছিল।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, “বোমা নিষ্ক্রিয় হওয়ার পর শহরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কারা এই বোমা রেখেছিল এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ নিবিড় তদন্ত চালাচ্ছে।” শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 























