ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

সিটির ১০ গোলের জয়ে অভিষেকে নজর কাড়লেন সেমেনিও

এফএ কাপে অভিষেকেই গোল করে প্রশংসায় ভাসছেন ম্যানচেস্টার সিটিতে নতুন যোগ দেওয়া আন্তোনে সেমেনিও। শনিবার তৃতীয় রাউন্ডের একপেশে ম্যাচে এক্সেটার সিটিকে ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি। এই জয়ে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছে তারা। ওই ম্যাচেই নিজের প্রথম গোলটি করেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ঘানাইয়ান উইঙ্গার সেমেনিও চলতি মৌসুমে লিগে ১০ গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন। প্রিমিয়ার লিগের একাধিক ক্লাবের আগ্রহ থাকা সত্ত্বেও সপ্তাহের শুরুতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি।

ম্যাচ শেষে সহকারী কোচ পেপ লিন্ডার্স নতুন রিক্রুটের প্রশংসা করে বলেছেন, ‘আন্তোনে খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে। পেপ গার্দিওলা এক ম্যাচের জন্য টাচলাইন নিষেধাজ্ঞায় থাকায় আমি দায়িত্বে ছিলাম। সে ভীষণ ভদ্র একজন মানুষ। আমরা তাকে অনেকদিন ধরেই অনুসরণ করছি। আক্রমণভাগে সে এমন কিছু যোগ করেছে, যা আমরা চাইছিলাম এবং আমাদের প্রয়োজন ছিল।’

আন্তোনেকে নিয়ে তিনি আরও বলেছেন, ‘সে খুব দ্রুত আক্রমণে যেতে পারে, প্রতিপক্ষকে তাড়া করতে চায়, থেমে থাকার মানুষ নয়। আজ দেখেছেন, আমাদের খেলার ধারার সঙ্গে সে কত দ্রুত মানিয়ে নিতে পারে।’

ম্যাচের ৪৯ মিনিটে সিটির পঞ্চম গোলটি করেন ডিফেন্ডার রিকো লুইস। সেই গোলের ক্রসটিও দেন সেমেনিও। পাঁচ মিনিট পর নিজেই গোলের খাতায় নাম লেখান তিনি। 

লুইস ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটকে বলেছেন, ‘সবাই তাকে চাইছিল, এর পেছনে কারণ আছে। আজ সে সেটা প্রমাণ করেছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আনসারদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

সিটির ১০ গোলের জয়ে অভিষেকে নজর কাড়লেন সেমেনিও

আপডেট সময় : ০১:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

এফএ কাপে অভিষেকেই গোল করে প্রশংসায় ভাসছেন ম্যানচেস্টার সিটিতে নতুন যোগ দেওয়া আন্তোনে সেমেনিও। শনিবার তৃতীয় রাউন্ডের একপেশে ম্যাচে এক্সেটার সিটিকে ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি। এই জয়ে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছে তারা। ওই ম্যাচেই নিজের প্রথম গোলটি করেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ঘানাইয়ান উইঙ্গার সেমেনিও চলতি মৌসুমে লিগে ১০ গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন। প্রিমিয়ার লিগের একাধিক ক্লাবের আগ্রহ থাকা সত্ত্বেও সপ্তাহের শুরুতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি।

ম্যাচ শেষে সহকারী কোচ পেপ লিন্ডার্স নতুন রিক্রুটের প্রশংসা করে বলেছেন, ‘আন্তোনে খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে। পেপ গার্দিওলা এক ম্যাচের জন্য টাচলাইন নিষেধাজ্ঞায় থাকায় আমি দায়িত্বে ছিলাম। সে ভীষণ ভদ্র একজন মানুষ। আমরা তাকে অনেকদিন ধরেই অনুসরণ করছি। আক্রমণভাগে সে এমন কিছু যোগ করেছে, যা আমরা চাইছিলাম এবং আমাদের প্রয়োজন ছিল।’

আন্তোনেকে নিয়ে তিনি আরও বলেছেন, ‘সে খুব দ্রুত আক্রমণে যেতে পারে, প্রতিপক্ষকে তাড়া করতে চায়, থেমে থাকার মানুষ নয়। আজ দেখেছেন, আমাদের খেলার ধারার সঙ্গে সে কত দ্রুত মানিয়ে নিতে পারে।’

ম্যাচের ৪৯ মিনিটে সিটির পঞ্চম গোলটি করেন ডিফেন্ডার রিকো লুইস। সেই গোলের ক্রসটিও দেন সেমেনিও। পাঁচ মিনিট পর নিজেই গোলের খাতায় নাম লেখান তিনি। 

লুইস ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটকে বলেছেন, ‘সবাই তাকে চাইছিল, এর পেছনে কারণ আছে। আজ সে সেটা প্রমাণ করেছে।’