ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ডিজিটাল প্ল্যাটফর্মে রোজিনার আত্মপ্রকাশ: ‘আইজ অন স্টুডিও’র বর্ষপূর্তিতে বিশেষ আয়োজন

পডকাস্টের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় এবার যুক্ত হলেন বাংলা সিনেমার সোনালী দিনের কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম ‘আইজ অন স্টুডিও’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১২ জানুয়ারি, সোমবার রাত ১০টায় উন্মুক্ত হতে যাচ্ছে তাকে নিয়ে নির্মিত বিশেষ সেলিব্রিটি পডকাস্ট ‘স্টার ডায়েরি’র প্রথম পর্ব। এই আয়োজনের মধ্য দিয়ে ডিজিটাল মাধ্যমে প্রথমবার হাজির হচ্ছেন এই গুণী অভিনেত্রী। চ্যানেলটি যাত্রা শুরু করেছিল গত বছর (২০২৫ সাল) ১২ জানুয়ারি।

‘স্টার ডায়েরি’র এই বিশেষ পর্বে রোজিনা তুলে ধরেছেন তার জীবনের নানা বাঁকবদলের গল্প। সিনেমা থেকে বাদ পড়েও কীভাবে তিনি ঘুরে দাঁড়িয়েছেন, সে অনুপ্রেরণার কথা বলেছেন। তার নায়িকা হওয়ার পেছনে কিংবদন্তি অভিনেত্রী কবরী, শাবানা ও ববিতার অবদান স্মরণ করেছেন, যাদের সঙ্গে পরবর্তীতে তিনি একই কাতারে এসে দাঁড়িয়েছিলেন। আর্শিয়ার উপস্থাপনায় এই পর্বটি দর্শকদের সামনে আনবে রোজিনার এক ভিন্ন দিক। রোজিনা নিজে দর্শকদের আমন্ত্রণ জানিয়ে বলেছেন, “নিজের জীবনের গল্প বলতে গিয়ে নিজেকে আবার নতুন করে আবিষ্কারের আনন্দ পেলাম।”

যাত্রা শুরুর পর থেকেই ‘আইজ অন স্টুডিও’ ইউটিউব চ্যানেলটি ইতোমধ্যে ডিজিটাল কনটেন্ট দুনিয়ায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে। দুই ঈদসহ বছরজুড়ে তারকাদের নিয়ে বিভিন্ন বৈচিত্র্যময় শো উপহার দিয়েছে তারা। প্রথম বছরেই চ্যানেলটিতে সলো পডকাস্টে অংশ নিয়েছেন দেশীয় সিনেমার দুই দিকপাল আলমগীর ও সোহেল রানা। আলমগীরকে নিয়ে নয় পর্বের ‘আমি আলমগীর’ প্রচার হয়েছে, আর সোহেল রানার ‘আমি সোহেল রানা’ এখনও চলছে। কিংবদন্তি পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর ‘ঝন্টু টকস’ পাঁচ পর্বে, অপু বিশ্বাসের ‘অপুর পাঁচালী’ পাঁচ পর্বে, এবং আঁখি আলমগীরের ‘আঁখির গল্প’ সাত পর্বে দর্শকদের মন জয় করেছে। সমসাময়িক বিষয় নিয়ে সৈকত সালাহউদ্দিনের ১৭ পর্বের ‘উইথ সৈকত সালাহউদ্দিন’ও প্রশংসিত হয়েছে। ‘আঁখির গল্প সিজন টু’-এর প্রথম পর্বে অতিথি হয়েছিলেন বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী। ‘স্টার ডায়েরি’র প্রথম বছরে অপু বিশ্বাস, বুবলী, তমা মির্জা, বাঁধন, রুনা খান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদের মতো তারকারা অতিথি হয়ে এসেছেন। সিনিয়র সাংবাদিক তুষার আদিত্যের ‘স্ট্রেইট কাট তুষার’-এ কুসুম সিকদার ও মন্দিরা চক্রবর্তী এবং সৈকত সালাহউদ্দিনের ‘ফিল্মোগ্রাফি’তে নির্মাতা বাদল খন্দকার ও অভিনেতা চঞ্চল চৌধুরী অংশ নিয়েছেন।

‘আইজ অন স্টুডিও’ সূত্রে জানা গেছে, নতুন বছরেও তাদের ইউটিউব চ্যানেলে বড় তারকাদের নিয়ে আরও চমকপ্রদ সব আয়োজন থাকছে, যার শুভ সূচনা হচ্ছে কিংবদন্তি রোজিনার পডকাস্ট দিয়ে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আনসারদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

ডিজিটাল প্ল্যাটফর্মে রোজিনার আত্মপ্রকাশ: ‘আইজ অন স্টুডিও’র বর্ষপূর্তিতে বিশেষ আয়োজন

আপডেট সময় : ০১:৪৫:১০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

পডকাস্টের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় এবার যুক্ত হলেন বাংলা সিনেমার সোনালী দিনের কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম ‘আইজ অন স্টুডিও’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১২ জানুয়ারি, সোমবার রাত ১০টায় উন্মুক্ত হতে যাচ্ছে তাকে নিয়ে নির্মিত বিশেষ সেলিব্রিটি পডকাস্ট ‘স্টার ডায়েরি’র প্রথম পর্ব। এই আয়োজনের মধ্য দিয়ে ডিজিটাল মাধ্যমে প্রথমবার হাজির হচ্ছেন এই গুণী অভিনেত্রী। চ্যানেলটি যাত্রা শুরু করেছিল গত বছর (২০২৫ সাল) ১২ জানুয়ারি।

‘স্টার ডায়েরি’র এই বিশেষ পর্বে রোজিনা তুলে ধরেছেন তার জীবনের নানা বাঁকবদলের গল্প। সিনেমা থেকে বাদ পড়েও কীভাবে তিনি ঘুরে দাঁড়িয়েছেন, সে অনুপ্রেরণার কথা বলেছেন। তার নায়িকা হওয়ার পেছনে কিংবদন্তি অভিনেত্রী কবরী, শাবানা ও ববিতার অবদান স্মরণ করেছেন, যাদের সঙ্গে পরবর্তীতে তিনি একই কাতারে এসে দাঁড়িয়েছিলেন। আর্শিয়ার উপস্থাপনায় এই পর্বটি দর্শকদের সামনে আনবে রোজিনার এক ভিন্ন দিক। রোজিনা নিজে দর্শকদের আমন্ত্রণ জানিয়ে বলেছেন, “নিজের জীবনের গল্প বলতে গিয়ে নিজেকে আবার নতুন করে আবিষ্কারের আনন্দ পেলাম।”

যাত্রা শুরুর পর থেকেই ‘আইজ অন স্টুডিও’ ইউটিউব চ্যানেলটি ইতোমধ্যে ডিজিটাল কনটেন্ট দুনিয়ায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে। দুই ঈদসহ বছরজুড়ে তারকাদের নিয়ে বিভিন্ন বৈচিত্র্যময় শো উপহার দিয়েছে তারা। প্রথম বছরেই চ্যানেলটিতে সলো পডকাস্টে অংশ নিয়েছেন দেশীয় সিনেমার দুই দিকপাল আলমগীর ও সোহেল রানা। আলমগীরকে নিয়ে নয় পর্বের ‘আমি আলমগীর’ প্রচার হয়েছে, আর সোহেল রানার ‘আমি সোহেল রানা’ এখনও চলছে। কিংবদন্তি পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর ‘ঝন্টু টকস’ পাঁচ পর্বে, অপু বিশ্বাসের ‘অপুর পাঁচালী’ পাঁচ পর্বে, এবং আঁখি আলমগীরের ‘আঁখির গল্প’ সাত পর্বে দর্শকদের মন জয় করেছে। সমসাময়িক বিষয় নিয়ে সৈকত সালাহউদ্দিনের ১৭ পর্বের ‘উইথ সৈকত সালাহউদ্দিন’ও প্রশংসিত হয়েছে। ‘আঁখির গল্প সিজন টু’-এর প্রথম পর্বে অতিথি হয়েছিলেন বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী। ‘স্টার ডায়েরি’র প্রথম বছরে অপু বিশ্বাস, বুবলী, তমা মির্জা, বাঁধন, রুনা খান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদের মতো তারকারা অতিথি হয়ে এসেছেন। সিনিয়র সাংবাদিক তুষার আদিত্যের ‘স্ট্রেইট কাট তুষার’-এ কুসুম সিকদার ও মন্দিরা চক্রবর্তী এবং সৈকত সালাহউদ্দিনের ‘ফিল্মোগ্রাফি’তে নির্মাতা বাদল খন্দকার ও অভিনেতা চঞ্চল চৌধুরী অংশ নিয়েছেন।

‘আইজ অন স্টুডিও’ সূত্রে জানা গেছে, নতুন বছরেও তাদের ইউটিউব চ্যানেলে বড় তারকাদের নিয়ে আরও চমকপ্রদ সব আয়োজন থাকছে, যার শুভ সূচনা হচ্ছে কিংবদন্তি রোজিনার পডকাস্ট দিয়ে।