আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের দল অংশ না নিলেও সংসদে মুক্তিযুদ্ধের চেতনা ও ‘জয় বাংলা’ স্লোগান অক্ষুণ্ণ রাখতে বড় ভাই লতিফ সিদ্দিকীকে নির্বাচনে দাঁড়াতে বলেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার টাঙ্গাইলের সখীপুরে এক বিশেষ সভায় তিনি এই ঘোষণা দেন, যা স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী জানান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বড় ভাই লতিফ সিদ্দিকীকে তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দিয়েছেন। তার লক্ষ্য হলো, নতুন সংসদে যেন ‘জয় বাংলা’ এবং ‘জয় বঙ্গবন্ধু’ বলার মতো বলিষ্ঠ কণ্ঠস্বর থাকে। বঙ্গবীর বলেন, “এতে আমার রাজনীতি থাকুক বা না থাকুক, তাতে কিছু আসে যায় না। আমি চাই সংসদে মুক্তিযুদ্ধের কথা হোক।” নিজের নির্বাচনী এলাকা টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী ও লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলকে দলীয়ভাবে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সভায় কাদের সিদ্দিকী বিএনপি ও জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করেন। টাঙ্গাইল-৮ আসনের বিএনপি প্রার্থী আহমেদ আযম খানকে ‘হানাদারদের চেয়েও খারাপ’ বলে অভিহিত করেন তিনি। অন্যদিকে, জামায়াত প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে কোনো আপস নেই। তিনি বলেন, “আমি মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন করেছি। স্বাধীনতাকে বুকে নিয়েই কবরে যেতে চাই।” সারা দেশে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে প্রচারণায় নামার ঘোষণা দিয়ে তিনি নির্বাচনী মাঠে উত্তাপ ছড়িয়ে দিয়েছেন।
রিপোর্টারের নাম 

























