রাজশাহীর শিরোইল রেলস্টেশনে অপর লাইনে দাঁড়িয়ে থাকা একটি বগির সাথে ধাক্কা লেগে ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনার কারণে চাঁপাইনবাবগঞ্জ রুট ছাড়া রাজশাহী থেকে অন্যান্য সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনার ফলে কয়েকটি ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটায় সাধারণ যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী মহানগরীর শিরোইল রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি রাজশাহী রেলস্টেশন থেকে ঢালার চরের দিকে যাচ্ছিল। এর মাঝেই হঠাৎ থেমে থাকা দুটি বগি চলতে শুরু করে এবং ‘ঢালারচর এক্সপ্রেস’-এর সঙ্গে সেগুলোর ধাক্কা লাগে। এতে তিনটি বগি লাইনচ্যুত হয়। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি তুলতে সক্ষম হলেও, বাকি দুটি বগি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে।
তিনি আরও জানান, যেহেতু বাকি রেললাইনগুলো ফাঁকা আছে, তাই চাঁপাইনবাবগঞ্জ রুট বাদে রাজশাহী থেকে অন্যান্য সব রুটের ট্রেন ছেড়ে যাচ্ছে। মো. রবিউল ইসলাম আশা প্রকাশ করেন যে, দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাজ শেষ করা সম্ভব হবে।
রিপোর্টারের নাম 

























