বেশ কয়েকবার পিছিয়ে যাওয়ার পর আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুবিধার্থে প্রতি ১০০ জনের জন্য একটি করে বুথ রাখা হয়েছে। দ্রুত ও নির্ভুল ফল পেতে ভোট গণনার কাজে ব্যবহৃত হবে ৬টি ওএমআর মেশিন।
এর আগে গত ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও সেদিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে জরুরি সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিত করা হয়েছিল। এর প্রতিবাদে এবং নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় সভা ডেকে ৬ জানুয়ারি নতুন তারিখ ঘোষণা করে। আজ সেই কাঙ্ক্ষিত দিনে ভোট দিচ্ছেন জবি শিক্ষার্থীরা।
রিপোর্টারের নাম 
























