সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বড় একটি সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৪ হাজার উপসহকারী পরিদর্শক (এএসআই) নিয়োগের অনুমোদন দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়েছে যে, বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর বিভিন্ন ইউনিটের বিপরীতে এই ৪,০০০ এএসআই (নিরস্ত্র) পদগুলো অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃষ্টি ও সংরক্ষণের সরকারি মঞ্জুরি দেওয়া হলো। এএসআই পদটি গ্রেড-১৪ ভুক্ত।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই পদগুলো পূরণ এবং স্থায়ীকরণের ক্ষেত্রে অর্থ বিভাগ ও জনপ্রশাসন বিভাগ কর্তৃক আরোপিত শর্তাবলী এবং ১৯৪৩ সালের পুলিশ রেজল্যুশন অব বেঙ্গল-এর বিধানগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। এর মধ্য দিয়ে পুলিশ বাহিনীতে বড় আকারে নতুন জনবল যুক্ত হতে চলেছে।
জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে। এতে গত ১০ বছরে ৯০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এই নতুন বেতন স্কেল ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সন্তানদের জন্য সরকার দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজসহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বিনা খরচে পড়াশোনার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে।
বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. শফিকুল ইসলামের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৪১তম বিসিএসে উত্তীর্ণ এই কর্মকর্তার শিক্ষানবিশকালীন আচরণ সন্তোষজনক না হওয়ায় তার নিয়োগ অবসান করা হয়।
রিপোর্টারের নাম 

























