জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেলের স্বাক্ষরিত মনোনয়নপত্রে ড. ফয়জুল হককে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে গত ২৬ নভেম্বর তার নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছিল। এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
ড. ফয়জুল হক জানান, জামায়াতে ইসলাম থেকে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বলেন, ইনশাআল্লাহ আজকেই মনোনয়ন দাখিল করবেন।
ড. ফয়জুল হক ওলীয়ে কামেল হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.) এর নাতি। তিনি ১৯৮৭ সালের ১ ফেব্রুয়ারি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পশ্চিম চাড়াখালী গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বিএ ও এমএ পাস করেন ফয়জুল হক। মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ সালে পিএইচডি ও ২০২৩ সালে পোস্ট-ডক্টোরাল ফেলোশিপ সম্পন্ন করেন।
রিপোর্টারের নাম 
























