ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনের উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন দাখিলে ব্যস্ত সময় পার করছেন। ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন ভ্যানে করে এসে মনোনয়নপত্র জমা দেন।
সোমবার দুপুর ২টার দিকে তিনি জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর মো. দেলাওয়ার হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন যদি নির্বাচনের আগে ন্যায্য পরিবেশ তৈরি করতে পারে, তাহলে ইনশাল্লাহ একটি উৎসবমুখর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন রোববার বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেন।
রিপোর্টারের নাম 
























