ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর আশাবাদী বক্তব্য

ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন বলেছেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন যদি সমতা নিশ্চিত করে এবং একটি ন্যায্য নির্বাচনি পরিবেশ গড়ে তুলতে পারে, তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর।

সোমবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মো. দেলাওয়ার হোসেন বলেন, উন্নত ও সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়তে হিন্দু-মুসলিম সবাইকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুধু ঠাকুরগাঁও নয়, সারা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী দীর্ঘ ৫৪ বছর ধরে দেশে যে নষ্ট ও পচা রাজনৈতিক সংস্কৃতি চলে এসেছে, জনগণ তা আর পছন্দ করে না। সেই পুরোনো সংস্কৃতির পতন ঘটিয়ে সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা ও সম্প্রীতির ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি সারা বাংলাদেশে গড়ে তুলতে চাই।

তিনি বলেন, এমন একটি রাজনৈতিক সংস্কৃতি সারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারলেই দেশ প্রকৃত অর্থে এগিয়ে যাবে। এ সময় তিনি জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন রোববার বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর মোট ২৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আনসারদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর আশাবাদী বক্তব্য

আপডেট সময় : ০৩:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন বলেছেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন যদি সমতা নিশ্চিত করে এবং একটি ন্যায্য নির্বাচনি পরিবেশ গড়ে তুলতে পারে, তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর।

সোমবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মো. দেলাওয়ার হোসেন বলেন, উন্নত ও সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়তে হিন্দু-মুসলিম সবাইকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুধু ঠাকুরগাঁও নয়, সারা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী দীর্ঘ ৫৪ বছর ধরে দেশে যে নষ্ট ও পচা রাজনৈতিক সংস্কৃতি চলে এসেছে, জনগণ তা আর পছন্দ করে না। সেই পুরোনো সংস্কৃতির পতন ঘটিয়ে সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা ও সম্প্রীতির ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি সারা বাংলাদেশে গড়ে তুলতে চাই।

তিনি বলেন, এমন একটি রাজনৈতিক সংস্কৃতি সারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারলেই দেশ প্রকৃত অর্থে এগিয়ে যাবে। এ সময় তিনি জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন রোববার বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর মোট ২৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেন।