ইমাদ ওয়াসিম তার পোস্টে জানান, দীর্ঘ কয়েক বছর ধরে দাম্পত্য জীবনে নানা সমস্যা চলছিল এবং তা আর সমাধান সম্ভব হয়নি। তাই তিনি ডিভোর্সের আবেদন করেছেন। এ বিষয়ে সবাইকে তাদের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করার অনুরোধ জানান তিনি। পাশাপাশি পুরোনো ছবি বা বিভ্রান্তিকর গুজব ছড়ানো থেকেও বিরত থাকতে বলেন।
ইমাদ আরও লেখেন, ভবিষ্যতে যেন সানিয়াকে তার স্ত্রী হিসেবে উল্লেখ না করা হয়। সন্তানদের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, তিনি তাদের বাবা এবং আগের মতোই দায়িত্বের সঙ্গে সন্তানদের দেখভাল করবেন।
অন্যদিকে সানিয়া আশফাক তার পোস্টে জানান, অনেক দাম্পত্য জীবনের মতো তাদের সম্পর্কেও জটিলতা ছিল, যদিও সেই সম্পর্ক বেশ কিছুদিন টিকে ছিল।
২০১৮ সালে ইংল্যান্ডে খেলতে গিয়ে সানিয়ার সঙ্গে পরিচয় হয় ইমাদ ওয়াসিমের। পরের বছর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ছয় বছরের বেশি সময়ের এই দাম্পত্য জীবনের ইতি টানলেন তারা। এই দম্পতির ঘরে তিনটি সন্তান রয়েছে।
রিপোর্টারের নাম 
























