বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ থেকে প্রদান করা ‘অস্বাভাবিক’ জামিন নিয়ে গভীর উৎকণ্ঠা ও উদ্বেগ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, এমন অনেক ভয়ঙ্কর ব্যক্তি জামিন পাচ্ছেন যারা মুক্তি পেয়ে জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের ওপর হামলা করতে পারেন, যা অত্যন্ত আতঙ্কজনক। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির শেষ কর্মদিবসে তাঁর সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন আইন উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, জাতির এক সন্ধিক্ষণে ড. সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে বিচার বিভাগীয় সংস্কারে অভিভাবকের মতো ভূমিকা পালন করেছেন। আইন মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগে তাঁর পূর্ণ সমর্থন ছিল। তবে হাইকোর্টের কিছু বেঞ্চ থেকে আসা অস্বাভাবিক জামিন নিয়ে উপদেষ্টা তাঁর উদ্বেগের কথা আবারও প্রধান বিচারপতিকে অবহিত করেন। ইতিপূর্বে একটি বেঞ্চ থেকে মাত্র চার ঘণ্টায় আটশ’ জামিন দেওয়ার ঘটনায় প্রধান বিচারপতি ব্যবস্থা নিলেও এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আইন উপদেষ্টা স্পষ্ট করেন যে, হাইকোর্টের ওপর আইন মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ নেই এবং থাকা উচিতও নয়; এর অভিভাবক হলেন প্রধান বিচারপতি। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী প্রধান বিচারপতির সঙ্গে প্রথম বৈঠকেই তিনি এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলবেন। বিশেষ করে ভারতে পলাতক ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনা যখন নিয়মিত হুমকি দিচ্ছেন, তখন তাঁর অনুসারীরা জামিন পাওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আসিফ নজরুল মন্তব্য করেন, কোনো বিচারক যদি সম্ভাব্য খুনিকে জামিন দেন, তবে সেই খুনের দায়ভার বিচারকের ওপর বর্তায় কি না তা ভেবে দেখা প্রয়োজন।
সন্তানদের এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় আইনগতভাবে প্রাপ্য ক্ষেত্রে জামিন দিতে কোনো বাধা নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, কিন্তু যে অপরাধী মুক্তি পেয়ে প্রাণনাশের কারণ হতে পারে, তার জামিন পাওয়া উচিত নয়। বিদায়ী প্রধান বিচারপতিকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সৎ ও যোগ্য ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে আসিফ নজরুল বলেন, তাঁর মতো অভিভাবক পাওয়া ছিল গণঅভ্যুত্থানের বড় অর্জন এবং আগামীতেও বিচার বিভাগের অনিয়ম দূর করতে এ ধরনের দক্ষ নেতৃত্বের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রিপোর্টারের নাম 

























