আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীদের নিবন্ধনের সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে নয়টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নিবন্ধনের সর্বশেষ পরিসংখ্যান
ইসি’র সর্বশেষ আপডেট অনুযায়ী নিবন্ধনের চিত্র নিম্নরূপ:
- মোট নিবন্ধিত ভোটার: ৪,৪৫,০২৬ জন।
- লিঙ্গভিত্তিক বিভাজন: এর মধ্যে ৪,১৭,৩৫৯ জন পুরুষ এবং ২৭,৬৬৫ জন মহিলা ভোটার।
- অনুমোদনের অবস্থা: ইতোমধ্যে ৪,৩৮,৪১৮ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ৬,৬০৮ জনের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
ভোটদান পদ্ধতি ও সময়সীমা
নির্বাচন কমিশন এবারই প্রথমবারের মতো আইটি সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করেছে। প্রবাসীদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরাও এই সুযোগ পাবেন।
- নিবন্ধনের শেষ সময়: ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
- প্রক্রিয়া: সফলভাবে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। ভোটাররা ভোট দিয়ে ফিরতি খামে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
দেশভিত্তিক সাড়া ও লক্ষ্যমাত্রা
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কুয়েত এবং মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা উল্লেখযোগ্য হারে নিবন্ধন করছেন। নির্বাচন কমিশন কর্মকর্তারা জানিয়েছেন, এবার আইটি সমর্থিত ব্যবস্থার কারণে প্রবাসীদের মধ্যে আগের চেয়ে অনেক বেশি আগ্রহ দেখা যাচ্ছে। কমিশনের প্রাথমিক লক্ষ্য ছিল অন্তত ৫০ লাখ প্রবাসীকে এই প্রক্রিয়ায় যুক্ত করা।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বর্তমান নির্বাচন কমিশন।
রিপোর্টারের নাম 






















