অবশেষে খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের দুয়ার। আজ, সোমবার (১ ডিসেম্বর) থেকে পুনরায় চালু হচ্ছে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। একই সঙ্গে পর্যটকদের জন্য রাত্রিযাপনের সুযোগও শুরু হচ্ছে, যা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে।
সরকারি ঘোষণা অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে টানা দুই মাসের জন্য ভ্রমণকারীরা সেন্ট মার্টিনে রাত যাপনের সুযোগ পাচ্ছেন। পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, এবার কক্সবাজার শহর থেকে সেন্ট মার্টিন চলাচলের জন্য সাতটি পর্যটকবাহী জাহাজ প্রস্তুত রয়েছে। জাহাজগুলো হচ্ছে এমভি কর্ণফুলি এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, এমভি বে ক্রুজ, এমভি কাজল, কেয়ারী সিন্দাবাদ, কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন ও আটলান্টিক ক্রুজ।
দীর্ঘ এক বছর ধরে পর্যটকবিহীন অবস্থায় থাকার পর সেন্ট মার্টিনের দ্বীপবাসীরা এখন পর্যটকদের আতিথেয়তার জন্য ব্যস্ত সময় পার করছেন। রিসোর্ট, খাবার হোটেলসহ দোকানপাটগুলোতে গাছ, বাঁশ ও ছন দিয়ে ইকোট্যুরিজম আদলে সংস্কারের কাজ চলছে। পাশাপাশি, ভ্রমণকারীদের বিনোদন স্পটগুলোতে ধোয়ামোছার কাজও চলছে। দ্বীপবাসী আগামী দুই মাস পর্যটকদের স্বাগত জানানোর চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছে।
রিপোর্টারের নাম 

























