ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

মেজর জেনারেল কবীর নিখোঁজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় তদন্তাধীন সেন্ট্রাল ইন্টেলিজেন্স টাস্কফোর্সের (সিটিআইবি) সাবেক পরিচালক মেজর জেনারেল কবীর আহাম্মদের খোঁজ মিলছে না। বাংলাদেশ সেনাবাহিনী তাকে ‘অবৈধভাবে অনুপস্থিত’ ঘোষণা করেছে এবং তিনি যেন দেশত্যাগ করতে না পারেন, সেজন্য দেশের সকল বিমান, স্থল ও সমুদ্রবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক সদস্যদের বিরুদ্ধে চলমান মামলা সংক্রান্ত বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি জানান, যে সকল সদস্যকে হেফাজতে আসতে বলা হয়েছিল, তাদের মধ্যে একমাত্র মেজর জেনারেল কবীর আহাম্মদই সাড়া দেননি। গত ৯ অক্টোবর সকালে তিনি একজন আইনজীবীর সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হন, কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সঙ্গেও তার কোনো যোগাযোগ হয়নি বলে জানানো হয়।

মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী, ১০ অক্টোবর তাকে ‘অবৈধভাবে অনুপস্থিত’ হিসেবে ঘোষণা করা হয়। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে আটকাতে ডিজিএফআই, এনএসআই এবং বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তিনি কোনো সীমান্ত পথ ব্যবহার করে দেশ ছাড়তে না পারেন। এ ছাড়া, সেনাবাহিনীর পক্ষ থেকে নেত্রকোনায় তার গ্রামের বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মেজর জেনারেল কবীর আহাম্মদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগ দেওয়ার আগে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পরিচালক ছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে সহিংসতায় প্রাণহানি: দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মেজর জেনারেল কবীর নিখোঁজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

আপডেট সময় : ১০:৫৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় তদন্তাধীন সেন্ট্রাল ইন্টেলিজেন্স টাস্কফোর্সের (সিটিআইবি) সাবেক পরিচালক মেজর জেনারেল কবীর আহাম্মদের খোঁজ মিলছে না। বাংলাদেশ সেনাবাহিনী তাকে ‘অবৈধভাবে অনুপস্থিত’ ঘোষণা করেছে এবং তিনি যেন দেশত্যাগ করতে না পারেন, সেজন্য দেশের সকল বিমান, স্থল ও সমুদ্রবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক সদস্যদের বিরুদ্ধে চলমান মামলা সংক্রান্ত বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি জানান, যে সকল সদস্যকে হেফাজতে আসতে বলা হয়েছিল, তাদের মধ্যে একমাত্র মেজর জেনারেল কবীর আহাম্মদই সাড়া দেননি। গত ৯ অক্টোবর সকালে তিনি একজন আইনজীবীর সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হন, কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সঙ্গেও তার কোনো যোগাযোগ হয়নি বলে জানানো হয়।

মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী, ১০ অক্টোবর তাকে ‘অবৈধভাবে অনুপস্থিত’ হিসেবে ঘোষণা করা হয়। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে আটকাতে ডিজিএফআই, এনএসআই এবং বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তিনি কোনো সীমান্ত পথ ব্যবহার করে দেশ ছাড়তে না পারেন। এ ছাড়া, সেনাবাহিনীর পক্ষ থেকে নেত্রকোনায় তার গ্রামের বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মেজর জেনারেল কবীর আহাম্মদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগ দেওয়ার আগে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পরিচালক ছিলেন।