শেরপুরে রাতে মশাল হাতে মিছিল করেছেন ‘নিষিদ্ধ সংগঠন’ ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের ব্যানারে রাতের কোনো একসময় মিছিলটি বের হয়। এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাল্টা প্রতিবাদ মিছিল করে জেলা ছাত্রদল।
‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠন’ আওয়ামী লীগের দলীয় ভেরিফায়েড ফেসবুক পেজে দেখা যায়, সোমবার (১০ নভেম্বর) রাতের মিছিলটি প্রায় ৩৮ সেকেন্ড স্থায়ী ছিল। মশাল হাতে তারা শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মিছিলটি বের করেন। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ নেতাকর্মীর মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল।
এর পরপরই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে থাকেন। ভিডিওতে উল্লেখ করা হয় যে, মিছিলটি সাবেক সংসদ সদস্য সানোয়ার হোসেন সানুর নেতৃত্বে হয়েছিল।
এই ঘটনার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু এবং সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ মিছিল করেন।
এ বিষয়ে নাঈম হাসান উজ্জ্বল বলেন, “শান্তিপ্রিয় শেরপুর জেলাকে অশান্ত করার কোনো চেষ্টা করা হলে ছাত্রদল একবিন্দুও ছাড় দেবে না।”
এদিকে, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম জানান, “একটি মিছিলের ভিডিও আমরা দেখেছি। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।”
রিপোর্টারের নাম 

























