জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) রাজনীতি নিষিদ্ধ হলেও সম্প্রতি ছাত্রদলের হল কমিটি গঠন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ক্যাম্পাসে ছাত্রী হল কমিটিতে ছাত্রদের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
৫ নভেম্বর, বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ তার ফেসবুক অ্যাকাউন্টে একটি সাংগঠনিক বিজ্ঞপ্তি প্রকাশ করেন, যেখানে ছাত্র ও ছাত্রী হলের কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের জন্য দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এই বিজ্ঞপ্তিতে ছাত্র হলের দায়িত্বে আমির হামজা, মোহাম্মদ আমানউল্লাহ ও রবিউল ইসলাম রিমনকে দায়িত্ব দেওয়া হয়, এবং ছাত্রী হলের কমিটিতে মোহাম্মদ ইকরাম হোসেন ও সাদ ইবনে ওয়াহিদকে রাখা হয়।
এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বলেন, “ছাত্রী হলের অভ্যন্তরীণ বিষয়ে ছাত্রদের দায়িত্ব দেওয়া একেবারেই অগ্রহণযোগ্য।” তিনি আরও জানান, “হলে কোনো রাজনৈতিক কার্যক্রম আমরা চাই না,” এবং বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদলের এমন সাংগঠনিক ঘোষণা বিশ্ববিদ্যালয়ের নিয়ম-নীতি ও শিক্ষার্থীদের মতামতের পরিপন্থী। ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুর হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে রাজনৈতিক সভা-সমাবেশ, মিছিল-মিটিং বা প্রচার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়, এবং বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো ও প্রতীক রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারও দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করা হয়।
রিপোর্টারের নাম 

























