শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) চারজন কর্মকর্তা ও কর্মচারীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বহিষ্কৃত নেতাকর্মীদের বিরুদ্ধে। ৫ নভেম্বর, বুধবার দুপুর ৩টার দিকে প্রশাসনিক ভবন ও এর আশপাশে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কিছু বহিষ্কৃত ছাত্রদল নেতাকর্মী প্রশাসনিক ভবনে ঢুকে আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে চারজন কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এই সময় তারা অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন।
অভিযুক্তদের মধ্যে শেকৃবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, ছাত্রদলকর্মী আব্দুল্লাহ আল মারুফ, দানিয়েল ও ফুয়াদ হাসানসহ কয়েকজনের নাম জানা গেছে। তারা বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ে মাদকসেবন, বিক্রিসহ অস্বাভাবিক কার্যকলাপের অভিযোগে আলোচিত হয়েছেন। এছাড়া, মারুফ এবং ফরহাদ পূর্বে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে অভিযুক্ত।
শেকৃবি শাখা ছাত্রদল সভাপতি আহমেদুল কবীর তাপশ এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, তারা ছাত্রদলের সঙ্গে চলাফেরা করলেও এখন ব্যানারের বাইরে কাজ করছে, যা ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আরফান আলী বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুলিশকে অবহিত করা হয়েছে। প্রশাসন ক্যাম্পাসে ভয়ভীতি সৃষ্টি করতে দেওয়া হবে না এবং শিগগিরই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























