চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নগরের নিউ মার্কেট এলাকায় প্রকাশ্যে গুলি বর্ষণের অভিযোগে একটি মামলা রয়েছে। ওই সময় তার গুলি ছোড়ার ছবি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। দীর্ঘ দিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টায় নগরের আগ্রাবাদ এলাকায় টিপুর মালিকানাধীন ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ।
ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে।’
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে বিভিন্ন ব্যাংকের চেক, একটি দেশীয় তৈরি শটগান, গুলি ও কার্তুজ পাওয়া গেছে।
রিপোর্টারের নাম 























