যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ১৪০ কোটি টাকা ব্যয়ে ছয়টি নদীর ৮১.৫০০ কিলোমিটার খনন কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ভিডিও কলের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই কাজের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, এই অঞ্চলের জন্য আরও একটি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। সরকার ভবদহ অঞ্চলের মানুষের জলাবদ্ধতার দুঃখ দূর করার চেষ্টা করছে। কিন্তু যেহেতু সঙ্কটটি অনেক গভীর, তাই কয়েকটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছয়টি নদীর ৮১ কিলোমিটার খননের মাধ্যমে এই অঞ্চলের পানি সরিয়ে ফেলা হবে। এতে স্বল্প ও মধ্যমেয়াদি সমস্যার সমাধান হবে। তবে দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়টিও ভাবনায় রয়েছে এবং সকলের মিলেই সেই পথ খুঁজতে হবে।
তিনি আরও বলেন, জনগণের দাবিকে গুরুত্ব দিয়েই নদী খননের কাজে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে। খুব দ্রুতই ভবদহ এলাকার আরও একটি প্রকল্প অনুমোদনের চেষ্টা চলছে। জলাবদ্ধতা সমস্যা নিরসনে এসব প্রকল্প বাস্তবায়নে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে. কর্নেল মামুন উর রশিদ বলেন, যেকোনো চ্যালেঞ্জিং কাজের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনও অনেক চ্যালেঞ্জিং একটি কাজ। এই অঞ্চলের ছয়টি নদী খননের মাধ্যমে পানি অপসারণ করা হবে, পাশাপাশি সমন্বিত প্রকল্পও গ্রহণ করা হচ্ছে।
যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, সবাই ঐক্যবদ্ধ না থাকলে এই সমস্যার সমাধান কঠিন হয়ে যাবে। তবে স্থানীয় জনগণের মতামতের বাইরে গিয়ে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না।
রিপোর্টারের নাম 

























