ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে এই আদেশ জারি করা হয়।
আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ (ধামইরহাট) আদালতের বিচারক সাথী ইসলাম এই নোটিশ প্রদান করেন। এতে আগামী ১৫ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অভিযুক্ত প্রার্থীকে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশের বিবরণ অনুযায়ী, শেখ মো. রেজাউল ইসলাম রেজুর বিরুদ্ধে বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো এবং সিএনজিচালিত অটোরিকশার পেছনে স্টিকার ব্যবহার করে প্রচার চালানোর অভিযোগ উত্থাপিত হয়েছে। এই কর্মকাণ্ড ‘জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর পরিপন্থী। বিধিমালার সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তা স্পষ্ট করতে বলা হয়েছে নোটিশে।
এ বিষয়ে বিএনপি প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু জানান, তিনি কারণ দর্শানোর নোটিশের বিষয়টি অবগত হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “আমরা নতুন করে কোনো নির্বাচনী পোস্টার লাগাইনি। সিএনজির পেছনে যেসব পোস্টার বা স্টিকার দেখা যাচ্ছে, সেগুলো অনেক আগের। সেখানে নির্দিষ্ট কোনো তারিখে ভোট দেওয়ার আহ্বানও জানানো হয়নি।” আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি তিনি সশরীরে হাজির হয়ে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করবেন বলে নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 























