সিরিয়ায় আবারও ‘বড় আকারের’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে পালমিরা শহরে দুই মার্কিন সেনা এবং একজন বেসামরিক দোভাষী নিহত হওয়ার পর দেশটিতে আইএসআইএল বা আইসিস গোষ্ঠীর বিরুদ্ধে ফের আক্রমণ চালানো হলো। খবর আল জাজিরার।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) শনিবার এক বিবৃতিতে জানায়, শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর পর্যন্ত সিরিয়াজুড়ে আইসিসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
সেন্টকম জানায়, ‘আমাদের বার্তা পরিষ্কার— আমাদের যোদ্ধাদের ক্ষতি করলে আমরা আপনাদের খুঁজে বের করব এবং বিশ্বের যেখানেই থাকুন না কেন, আপনাদের হত্যা করা হবে। ন্যায়বিচার এড়াতে যতই চেষ্টা করুন, লাভ হবে না।’ হামলায় কেউ নিহত হয়েছে কি না, বিবৃতিতে তা বলা হয়নি।
রিপোর্টারের নাম 
























