ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনা: ‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান জাবি শিক্ষক ফোরামের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা চলাকালে আইন বিভাগের শিক্ষক হাসান মোহাম্মদকে প্রকাশ্যে লাঞ্ছিত করা এবং প্রক্টর অফিসে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এই ঘটনার পর ৯ ঘণ্টা আটকে রেখে পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। সংগঠনটি এই ঘটনাকে ‘মব জাস্টিস’ আখ্যা দিয়ে এর কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে।

রবিবার (১১ জানুয়ারি) ফোরামের সভাপতি অধ্যাপক শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষককে অপমান ও শারীরিকভাবে লাঞ্ছিত করা দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার জন্য এক অশনিসংকেত। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভিন্নমত বা অতীতের কোনো ভূমিকা নিয়ে বিতর্ক থাকলে তার নিষ্পত্তি আইনানুগ ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত, কোনো অবস্থাতেই ‘মব জাস্টিস’ বা গণপিটুনির মাধ্যমে নয়।

বিবৃতিতে অভিযোগ করা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন ক্যাম্পাসে কিছু ছাত্র সংগঠনের বেপরোয়া তৎপরতার কারণে ‘মব কালচার’ ও শিক্ষক নিপীড়নের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও গবেষণার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

শিক্ষক হেনস্তার এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায় ফোরামটি। একইসাথে, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার বিষয়টিও তারা তুলে ধরে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কঠোর ‘মববিরোধী নীতি’ বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনা: ‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান জাবি শিক্ষক ফোরামের

আপডেট সময় : ০৪:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা চলাকালে আইন বিভাগের শিক্ষক হাসান মোহাম্মদকে প্রকাশ্যে লাঞ্ছিত করা এবং প্রক্টর অফিসে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এই ঘটনার পর ৯ ঘণ্টা আটকে রেখে পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। সংগঠনটি এই ঘটনাকে ‘মব জাস্টিস’ আখ্যা দিয়ে এর কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে।

রবিবার (১১ জানুয়ারি) ফোরামের সভাপতি অধ্যাপক শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষককে অপমান ও শারীরিকভাবে লাঞ্ছিত করা দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার জন্য এক অশনিসংকেত। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভিন্নমত বা অতীতের কোনো ভূমিকা নিয়ে বিতর্ক থাকলে তার নিষ্পত্তি আইনানুগ ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত, কোনো অবস্থাতেই ‘মব জাস্টিস’ বা গণপিটুনির মাধ্যমে নয়।

বিবৃতিতে অভিযোগ করা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন ক্যাম্পাসে কিছু ছাত্র সংগঠনের বেপরোয়া তৎপরতার কারণে ‘মব কালচার’ ও শিক্ষক নিপীড়নের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও গবেষণার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

শিক্ষক হেনস্তার এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায় ফোরামটি। একইসাথে, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার বিষয়টিও তারা তুলে ধরে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কঠোর ‘মববিরোধী নীতি’ বাস্তবায়নের আহ্বান জানানো হয়।