বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের নির্বাচনে অংশ নেওয়ার পথ উন্মুক্ত হয়েছে। উচ্চ আদালত তার প্রার্থীতা বাতিল চেয়ে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দেওয়ায় নির্বাচনী লড়াইয়ে তার আর কোনো বাধা রইল না।
রবিবার (১১ জানুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। এর আগে কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে দুটি বেসরকারি ব্যাংকের ঋণ সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালত থেকে একটি স্থগিতাদেশ নেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ ওই স্থগিতাদেশের বিরুদ্ধে রিট করলে আদালত কাজী রফিকের পক্ষে দেওয়া পূর্বের আদেশটি স্থগিত করেন। তবে, রবিবারের শুনানিতে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সেই স্থগিতাদেশ খারিজ করে দেওয়ায় তার প্রার্থীতা নিয়ে সকল আইনি জটিলতা কেটে যায়।
এই রায়ের খবর ছড়িয়ে পড়তেই বগুড়া-১ আসনে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উল্লাস দেখা গেছে। তারা এই রায়কে গণতন্ত্র ও আইনের শাসনের বিজয় হিসেবে দেখছেন।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম গত ৩ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন লাভ করেন। পরবর্তীতে গত ২৮ ডিসেম্বর তিনি সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
রিপোর্টারের নাম 
























