অর্থ আত্মসাৎ ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থসংশ্লিষ্টদের মালিকানাধীন ৪৩১ দশমিক ৬৯ শতাংশ জমি ও এর ওপর থাকা স্থাপনা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (১১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থাকা এই বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি অবরুদ্ধ করার আবেদন জানান।
আবেদনে দুদক উল্লেখ করে, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংক থেকে নামে–বেনামে বিধিবহির্ভূতভাবে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করেছেন। এই আত্মসাৎকৃত অর্থ দিয়ে তারা দেশে-বিদেশে নিজেদের নামে ও পরিবারের সদস্যদের নামে ব্যাপক সম্পদ অর্জন করেছেন। প্রাপ্ত তথ্যানুসারে, এসব স্বার্থসংশ্লিষ্ট সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা চলছে।
দুদক আরও জানায়, অনুসন্ধান শেষ হওয়ার আগেই যদি এই সম্পদগুলো হস্তান্তর বা স্থানান্তর হয়ে যায়, তাহলে পরবর্তীতে তা উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। জনস্বার্থে এবং অর্থ উদ্ধারের সুবিধার্থে সাইফুল আলম ও তার পরিবারের সদস্যসহ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মালিকানাধীন উল্লিখিত স্থাবর সম্পত্তি জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।
রিপোর্টারের নাম 
























