জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ১২ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন যে, ভারত দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশকে একটি ‘কলোনিয়াল স্টেট’ বা উপনিবেশ হিসেবে পরিচালনা করেছে। গতকাল বুধবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক আগ্রাসনবিরোধী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, দিল্লি শেখ হাসিনাকে বাংলাদেশে তাদের এজেন্ট হিসেবে নিয়োগ করেছিল, কিন্তু বাংলাদেশের জনগণ আর অতীতে ফিরে যেতে চায় না। তিনি স্পষ্টভাবে জানান, কারা সরকার গঠন করবে বা মসনদে বসবে, তা নির্ধারণ করবে এদেশের সাধারণ মানুষ।
প্রশাসন ও পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ব্যালটে সিল মেরে সরকার প্রতিষ্ঠা করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়। বরং জনগণের নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব। তিনি বিগত তিনটি নির্বাচনের উদাহরণ টেনে সতর্ক করে বলেন, প্রশাসন ও পুলিশ নগ্নভাবে হাসিনাকে ক্ষমতায় রাখতে নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিরপেক্ষ দায়িত্ব পালন না করলে সংশ্লিষ্টদের বেনজীর ও হারুনের মতো পরিণতি বরণ করতে হবে। নিরপেক্ষ থাকলে জনগণ তাদের সম্মান দেবে, অন্যথায় ইতিহাসের শিক্ষা অনুযায়ী তাদের পতন হবে।
বক্তব্যে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে দুই ভাগে বিভক্ত বলে উল্লেখ করেন। তাঁর মতে, একদিকে রয়েছে আজাদি ও স্বনির্ভরতার পক্ষ, আর অন্যদিকে ভারতের গোলামি ও তাঁবেদারির পক্ষ। তিনি অভিযোগ করেন, ২০০৯ সালের পর যারা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, তাদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে কতিপয় রাজনৈতিক দল পুনরায় ভারতীয় তাঁবেদারির পাঁয়তারা করছে। দেবীদ্বার পৌর জামায়াতের সেক্রেটারি ক্বারি মো. অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপজেলা জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বর্তমান সংকটময় মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























